বিনোদন

সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে বাংলা খেয়াল অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৮:২৭ অপরাহ্ন

সংগীতজ্ঞ আজাদ রহমানের সৃষ্ট বাংলা ধ্রুপদী সংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ‘সংস্কৃতি কেন্দ্র’ প্রতি মাসে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৯শে অক্টোবর রাত ৮টায় ‘সংস্কৃতি কেন্দ্র’র ফেসবুক পেজ থেকে ধ্রুপদ পরিবেশন করবেন বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতশিল্পী ড. ঋতুপর্ণা চক্রবর্তী। এ শিল্পী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে উচ্চতর শিক্ষা (পি এইচ ডি) অর্জন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীত বিষয়ে শিক্ষকতা করছেন। সংগীতজ্ঞ আজাদ রহমান ২০২০ সালের ১৬ই মে মৃত্যুবরণ করেন। তার নিজের প্রতিষ্ঠান সংস্কৃতি কেন্দ্র বাংলা খেয়াল এর প্রচার ও প্রসারের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি মাসের শেষ শুক্রবার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘বাংলা খেয়াল ধ্রুপদী সঙ্গীতজ্ঞ আজাদ রহমান’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রোজানা আজাদ। বাংলা ভাষায় খেয়াল বাঙালির জাতীয় সংস্কৃতির এক নবতর অধ্যায়। দেশে-বিদেশের বিশিষ্ট পণ্ডিত সংগীতজ্ঞ কর্তৃক প্রশংসিত স্বীকৃত বাংলা খেয়াল পৃথিবীর সর্বত্র বসবাসকারী বাঙালিদের গৌরব। বাংলায় উচ্চাঙ্গ সংগীতের বন্দিশ রচনা ও প্রচার-প্রসারে সংগীতজ্ঞ আজাদ রহমানের অবদান সর্বজন স্বীকৃত। এই প্রথিতযশা সংগীত সাধক গত ৫৫ বছর ধরে যে সাধনা করে গেছেন তাতে উচ্চা ঙ্গসংগীতের এক বিশাল ভাণ্ডার তৈরি হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলা খেয়াল এর অনুষ্ঠান উপভোগ করতে ‘সংস্কৃতি কেন্দ্র’ এর ইউটিউব ও ফেসবুক পেজ  এ যুক্ত হতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status