খেলা

‘এতো সবে শুরু, লক্ষ্য বিশ্বকাপ’ ভারতকে বিধ্বস্ত করে বাবরের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর ২০২১, সোমবার, ১২:০৮ অপরাহ্ন

বিশ্ব আসরে ভারতের বিপক্ষে একটি জয়ের জন্য কেটে গেছে বহু বছর। পাকিস্তানের অপেক্ষা যেনো ফুরচ্ছিল না। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। রোববার প্রথমবার বিশ্বমঞ্চে ভারতে হারানোর স্বাদ পেলো পাকিস্তান। দেশটির সমর্থকরা দুর্দান্ত সেই জয় উদযাপন করেছেন রাস্তায় নেমে আতশবাজি ফুটিয়ে। লম্বা সময় ধরে উৎসবে মেতেছিলেন পাকিস্তানের মানুষ। সৌদি আরবে সরকারি সফরে গিয়েও পুরো ম্যাচ টিভিতে দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই মুহূর্তের ছবি পোস্ট করে ভারতের বিপক্ষে জয় উদযাপন করেছেন তিনি। তবে ভারতের বিপক্ষে দাপুটে জয়ের পর উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না বাবর আজমরা। তৈরি হচ্ছেন পরবর্তী ম্যাচের জন্য।

সংবাদ সম্মেলনে খুব বেশি উচ্ছ্বসিত ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের আরো একবার মনে করিয়ে দিয়েছেন নিজেদের লক্ষ্যের কথা। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে খুব বেশি ভাবেনি পাকিস্তান। অতীতের বাজে রেকর্ড নিয়েও ভাবনা ছিল না তাদের। বাবর জানালেন ভারতের বিপক্ষে জয়ের পেছনের গল্প। তিনি বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে রেকর্ড নিয়ে একেবারেই ভাবিনি। সে অর্থে কোনো চাপই ছিল না। শুধু বলতে চাই এটা সবে শুরু। এই আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যেতে হবে। টুর্নামেন্টের বাকি ম্যাচে যা কাজে লাগাতে হবে।’
ড্রেসিংরুমে ফিরে বাবর আজম সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে মেতেছেন। তার আগে মনে করিয়ে দিয়েছেন নিজেদের লক্ষ্যের কথা। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘উদযাপন করো কিন্তু তাতে ভেসে যাওয়া চলবে না। আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের আসল লক্ষ্যে স্থির থাকতে হবেÑবিশ্বকাপ জেতা।’

পাকিস্তানের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামীকাল মঙ্গলবার। কিউইদের বিপক্ষে ম্যাচটি নিয়ে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে উত্তেজনার শেষ নেই। গত সেপ্টেম্বরে হুট করে সিরিজ বাতিল করে পাকিস্তান ছাড়ে নিউজিল্যান্ড। ‘হামলার হুমকি রয়েছে’ এমন অভিযোগ তোলে তারা। যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। হতাশা প্রকাশ করেন বাবর আজম-শাদাব খানরা। বিশ্বকাপে পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াই পাচ্ছে ভিন্নমাত্রা। কিউইদের বিপক্ষে জিতলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে পাকিস্তান। নিউজিল্যান্ড ম্যাচের পর বাবর আজমদের তিন প্রতিপক্ষই তুলনামূলক সহজÑআফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই পাকিস্তানের- এমনটাই মনে করেন বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের গুরুত্ব তাই ভারতের বিপক্ষে জয়ের দিনই সতীর্থদের মনে করালেন পাকিস্তান অধিনায়ক। বাবর আজম বলেন, ‘আমরা শুধু এই দিনটাতেই উদযাপন করবো। আমি আবারো মনে করিয়ে দিতে চাই, আমাদের আনন্দে মেতে থাকলে চলবে না। আমাদের পরবর্তী ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই সেটা সহজ হবে না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status