প্রথম পাতা

আফ্রিদিকে টপকে শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর ২০২১, সোমবার, ১০:১৮ অপরাহ্ন

পাপুয়া নিউগিনির বিপক্ষেই শহীদ আফ্রিদিকে ছুঁয়েছিলেন তিনি। সাবেক পাকিস্তান অধিনায়ককে টপকাতে সময় নিলেন না সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই এককভাবে চূড়ায় উঠলেন টাইগার অলরাউন্ডার। গতকাল সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারেই ২ উইকেট নিয়ে ছাড়িয়ে যান আফ্রিদিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৯ ম্যাচে ২৮ ইনিংসে বল করেছেন সাকিব। বাঁহাতি স্পিনে সাকিবের শিকার ৪১ উইকেট। অবসরে যাওয়া আফ্রিদি ৩৯ উইকেট নেন ৩৪ ম্যাচে।
কুড়ি ওভারের বিশ্বকাপে সাকিবের কাছাকাছি থাকা সবাই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তৃতীয় স্থানে থাকা লাসিথ মালিঙ্গার শিকার ৩৮ উইকেট। পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল নেন ৩৫ উইকেট। এই বিশ্বকাপে খেলছেন এমন বোলারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ডোয়াইন ব্রাভোর। এই ক্যারিবিয়ান পেসারের শিকার ২৫ উইকেট।
বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ৯২ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা ১১৭।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে দারুণ এক মাইলফলকের সামনে সাকিব। সব টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর ৪ শিকার প্রয়োজন তার। সব ধরনের টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ (৩৯৬) উইকেট সাকিবের। আর চার উইকেট পেলে চতুর্থ ক্রিকেটার হিসেবে চারশ উইকেটের মাইলফলক ছুঁবেন তিনি। ৫৫১ উইকেট নিয়ে শীর্ষে ডোয়াইন ব্রাভো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status