বাংলারজমিন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার প্রভাষক গ্রেপ্তার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২১, সোমবার, ৯:৫২ অপরাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি ও মন্তব্যসহ ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করার দায়ে প্রভাষক মোহাম্মদ রুহুল আমীনকে প্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ১৪ই অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী শুধু অন্ধকার’- নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি পোস্ট করা হলে ওইদিন রুহুল আমীন সেই পোস্টটি তার নিজের প্রোফাইলে শেয়ার করেন। এরপর সেখান থেকেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ জানান, ২৩শে অক্টোবর সন্ধ্যার দিকে বিষয়টি অবগত হয়ে হোসেনপুর থানা পুলিশকে অবহিত করি। সে হোসেনপুর উপজেলা সদরের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের রসায়নের প্রভাষক ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। এ ব্যাপারে রুহুল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- তাকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status