দেশ বিদেশ

সিলেটে মির্জা ফখরুল

সাম্প্রদায়িক হামলায় আওয়ামী লীগ জড়িত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৫ অক্টোবর ২০২১, সোমবার, ৯:১২ অপরাহ্ন

দেশের সাম্প্রদায়িক হামলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন- ‘দেশে সাম্প্রতিক সময়ে যেসব সাম্প্রদায়িক হামলা’র ঘটনা ঘটছে, তাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন ‘নেতৃত্ব দিচ্ছে’। আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের যারা আছেন, তাদের ধর্মবিশ্বাস, উৎসব পালনে কোনো নিরাপত্তা সরকার দিতে পারছে না। একই সঙ্গে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে, মুসলমান সমাজ, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, তাদেরও এখানে কোনো নিরাপত্তা নাই। সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’ সুনামগঞ্জের সাবেক এমপি ও প্রয়াত বিএনপি নেতা ফজলুল হক আসপিয়ার শোকসভায় যোগ দিতে গতকাল সকাল ৯টায় সিলেটে আসেন বিএনপি’র মহাসচিব। আকাশপথে সিলেটে পৌঁছে তিনি প্রথমে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে তিনি মাজার প্রাঙ্গণেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ‘সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখেছেন পত্রপত্রিকায় যে নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। আজকেও পত্রিকায় এসেছে যে রংপুরে যে ঘটনা ঘটেছে, তার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ নেতা সৈকত। এটা খুব পরিষ্কার, সরকারের যেহেতু জনগণের সঙ্গে সম্পর্ক নেই যেহেতু জনগণের ভোট তারা পায় না, এজন্য জনগণের দৃষ্টিটাকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য সরকার এসব ঘটনা ঘটাচ্ছে।’ নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে ফখরুল বলেন- ‘বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি, পরিবেশ নেই। এখানে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় আছে। আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করবো, যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে।’ তিনি বলেন- ‘আমরা পরিষ্কারভাবে বলেছি যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, তার অধীনে একটি নতুন নির্বাচনে নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা অবশ্যই অংশগ্রহণ করবো। সেজন্যই আমরা আন্দোলন করছি। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তার দল আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না।’ এ সময় মাজার প্রাঙ্গণে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ইনামুল হক চৌধুরী, সিলেটের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বর্তমান আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ। এ ছাড়া- বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন- মহাসচিব সিলেটে মাজার জিয়ারতের পর সুনামগঞ্জে চলে যান। সেখানে সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার শোকসভায় অংশ নেন। সেখান থেকে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status