দেশ বিদেশ

বাংলাদেশে সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করছে- বৃটিশ হাইকমিশনার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৫ অক্টোবর ২০২১, সোমবার, ৯:১১ অপরাহ্ন

 যুক্তরাজ্য সরকার সবসময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে। যুক্তরাজ্য বিশ্বাস করে বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। গতকাল দুপুরে সাভারের কবিরপুর এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি সন্তোষজনক উল্লেখ করে বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন আরও বলেন, আমি মনে করি এটি শুধু বাংলাদেশের নয় সবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানুষের স্বাধীনতার কথা, বিশ্বাসের স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা এবং সকল ধর্মের সমান অধিকারের কথা স্পষ্ট করা আছে। এ ছাড়া বাংলাদেশের শ্রমিকদেরকে দক্ষ ও পরিশ্রমী উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিলে তারা কাজের মান আরও ভালো করবে। এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন, বৃটিশ হাইকমিশনারের স্ত্রী তেরেসা আলবর, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ প্রধান ডেরেক গ্রিফিথস, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনের শাসন ও রাজনৈতিক দলের প্রধান টম বার্জ।
বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর ও বেক্সিমকো টেক্সটাইল, অ্যাপারেলস ও পিপিই ডিভিশনের সিইও সৈয়দ নাভেদ হোসেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলকে বেক্সিমকো শিল্প পার্কে স্বাগত জানান। পরে বৃটিশ প্রতিনিধি দল বেক্সিমকো পিপিই পার্কের ভেতরে আধুনিক পিপিই উৎপাদন সুবিধা ও একই প্রাঙ্গনে অবস্থিত সেন্টার অব এক্সেলেন্স ইন্টারটেক ল্যাব পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলের কাছে বেক্সিমকো পিপিই টিম স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য হাসপাতাল গ্রেড গাউন, সার্জিক্যাল মাস্ক, রেসপিরেটর এবং নন-ওভেন কাপড় তৈরির অত্যাধুনিক উৎপাদন সুবিধা তুলে ধরেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status