ভারত
১৫০০ কিলোমিটার দূরে থেকেও ইমরান খান পাকিস্তানের শিবিরে
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-১০-২৪
তিনি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ১৫০০ কিলোমিটার দূরে ইসলামাবাদে তাঁর অবস্থান। কিন্তু, তিনি রয়েছেন দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট দলের শিবিরে। পাক অধিনায়ক বাবর আজম বলছেন, ইমরান স্যার আমাদের উদ্বুদ্ধ করেছেন। ১৯৯২ সালে তিনি যখন বিশ্ব কাপ জিতেছিলেন সেই সময়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন আমাদের সাথে। ইমরান স্যার পাকিস্তানে আছেন কিন্তু মন পড়ে আছে আমিরশাহিতে। ওনার জন্য ম্যাচটা আমাদের জিততে হবে।
তেহরিক ই ইনসাফ এর প্রধান কি বলছেন? সব কাজ শেষ করে তিনি রোববার রাতে টিভির সামনে বসে পড়বেন। অনেক ভারত-পাকিস্তান ম্যাচ তিনি খেলেছেন, কিন্তু দর্শক হিসেবে এই ম্যাচ কি ছাড়া যায়? প্রধানমন্ত্রী হলেও যায়না।
তেহরিক ই ইনসাফ এর প্রধান কি বলছেন? সব কাজ শেষ করে তিনি রোববার রাতে টিভির সামনে বসে পড়বেন। অনেক ভারত-পাকিস্তান ম্যাচ তিনি খেলেছেন, কিন্তু দর্শক হিসেবে এই ম্যাচ কি ছাড়া যায়? প্রধানমন্ত্রী হলেও যায়না।