প্রথম পাতা

বাজার মূলধন কমলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার

২৪ অক্টোবর ২০২১, রবিবার, ৯:৪৩ অপরাহ্ন

গেল সপ্তাহে দেশের শেয়ারবাজার বড় ধরনের মন্দার মধ্যে দিয়ে পার করেছে। এতে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। ফলে আলোচ্য সময়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৪৪২ কোটি ৩৩ লাখ টাকা। অবশ্য সপ্তাহের শেষ দিনে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৮৫১ কোটি ২৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১০ হাজার ২৬১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯৫ হাজার ৩৯৪ কোটি ১৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ২১৩ কোটি ৩৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন কমেছে ৭ হাজার ১৮০ কোটি ৭৭ লাখ টাকা। আলোচ্য সময়ে দেশের দুই পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৪৪২ কোটি ৩৩ লাখ টাকা।  
এদিকে গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯ হাজার ৬২ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকা। সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ৩ হাজার ১৯ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকা বা ৩৩.৩২ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৫১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে গেল সপ্তাহে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩১টির, কমেছে ৩৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ার ও ইউনিট দর।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহে ২২৮ কোটি ৯৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে। সপ্তাহের ব্যবধানে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯৩ পয়েন্টে। সিএসই’র অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৪৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৮৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৯১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে গেল সপ্তাহে ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪১টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির শেয়ার দর।
গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকা, যা মোট লেনদেনের ৭.৮৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status