শেষের পাতা

নিজের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

ফেনী প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২১, রবিবার, ৯:৩৫ অপরাহ্ন

‘মানুষকে তো আমার সরকারি চাকরির ভেতরটা দেখাতে পারি না। আমার বেতন আমার সুযোগ-সুবিধা সেভিংস এই সব কিছুতে অন্য একটা মানুষকে আনা আমার জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। তাই বিয়ে-শাদির চিন্তা করিও না। শুধু খেয়ে পরে বেঁচে থাকতে পারলে খুশি। তাও আর হয়ে উঠলো না। সাতটা বছর মানসিক যন্ত্রণা আর অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে সত্যি বড় ক্লান্ত হয়ে পড়ছি। এইবার একটু রেস্ট দরকার। ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বিজিবি-৩৯ ব্যাটালিয়নের সিপাহি সোহরাব হোসাইন চৌধুরী (২৩)। গত শুক্রবার রাত ৮টা ৩ মিনিটে ফেসবুকে পোস্ট দেয়ার পর রাত ৯টায় ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে নিজের গুলিতে আত্মহত্যা করেন সোহরাব হোসাইন। নিহত সোহরাব হোসাইনের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। সে পরশুরাম পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাস করেছিল।
বিজিবি সূত্র জানায়, সোহরাব হোসাইন আত্মহত্যা করার পর তার মরদেহ রাত ১টা পর্যন্ত বিজিবি ক্যাম্পে ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ব্যাপারে অফিশিয়ালি তথ্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিইও)  লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status