বিনোদন

২৬শে নভেম্বর মুক্তি ‘নোনা জলের কাব্য’

স্টাফ রিপোর্টার

২৪ অক্টোবর ২০২১, রবিবার, ৮:০২ অপরাহ্ন

গত এক বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো ‘নোনা জলের কাব্য’ সিনেমাটি আগামী ২৬শে নভেম্বর  ঢাকায় মুক্তি পাচ্ছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত প্রথম এই সিনেমাটির বাংলাদেশে পরিবেশক স্টার সিনেপ্লেক্স। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। ‘নোনা জলের কাব্য’ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই চলচ্চিত্রের মূল বিষয়। সংবাদ সম্মেলনে পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, সিনেমাটি নির্মাণ করতে আজ থেকে তিন বছর আগে আমি গিয়েছিলাম পটুয়াখালীর প্রত্যন্ত এক জেলেপাড়ায়। উপকূলবর্তী সেই গ্রামটির এখন আর কোনো অস্তিত্ব নেই। মহামারির কারণে প্রায় ১.৫ বছর
সেখানে যাওয়া হয়নি। এবার যখন গেলাম প্রিয় সেই মানুষগুলোর খোঁজে,  দেখলাম কিছু গাছপালা ভেঙে পড়ে রয়েছে, জোয়ারের পানি উঠবে উঠবে ভাব। জানতে পারলাম এই অঞ্চলে গত ২-৩ বছর যাবৎ সমুদ্রের পানির উচ্চতা খুব দ্রুতগতিতে বাড়ছে। গত বছর ঘূর্ণিঝড় আম্ফানও অনেক ক্ষতি করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে- লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটেল, সিঙ্গাপুরসহ বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘নোনা জলের কাব্য’। এবার যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিতব্য এই আসরে নভেম্বরের ৮ তারিখে আইম্যাক্স থিয়েটারে দেখানো হবে ছবিটি। এই সম্মেলনে পৃথিবীর প্রায় সকল দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করবেন। এছাড়াও একই শহরে জাতিসংঘের ঈঙণ১৬ সম্মেলনে অক্টোবরের ২৯ তারিখ দেখানো হবে ‘নোনা জলের কাব্য’। ‘নোনা জলের কাব্য’ প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ফরাসি প্রযোজক ঈলান জিরাদ। বাংলাদেশ থেকে ছবিটির নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status