বাংলারজমিন

কটিয়াদী পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ/কটিয়াদী প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২১, শনিবার, ১:৫২ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চড়িয়াকোনা পুরাতন কাঠমহাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, কটিয়াদী উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন খান দিলীপ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া। পৌর বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক চাষীর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান স্বপন ও রুহুল আমিন রুহুল। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, কর্তৃত্ববাদী সরকার দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে জনগণকে স্তব্ধ করে দেয়ার অপচেষ্টা করছে। বিরুদ্ধ মতবাদের মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলের মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত, ব্যাপক দমন-নিপীড়নে তারা আজ বিপর্যস্ত। এ রকম দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলার কোন বিকল্প নেই। পরে দ্বিতীয় অধিবেশনে ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা পৌর বিএনপির নতুন কমিটি গঠন করেন। নতুন কমিটিতে পৌর কাউন্সিলর আশরাফুল হক দাদন সভাপতি ও সাজেদুর রহমান সজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status