বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে গাইবেন বিশ্বের ১৩০ শিল্পী

স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ১২:৫৯ অপরাহ্ন

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ছড়িয়ে দিতে অভিন্ন কথা (১২৯টি ভাষান্তরিত) ও সুরে ১৩০ টি ভাষায় ১৩০ জন আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী দ্বারা ১৩০ টি গান ও ভিডিও নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে একটি গান এতোগুলো ভাষায় এতো জন শিল্পী কখনও গাননি। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার ৬টি দেশের শিল্পীদের কণ্ঠ নেয়া সম্পন্ন হয়েছে। এছাড়া প্রথমবারের মতো ইয়ানির মিউজিশিয়ান পেড্রো ইউস্টাচে, অনুষ্কা শংকর, টু সেলোস, আরিক ইমপ্রোটা, ভায়োলিন ব্রাদার্স এর মতো শীর্ষ যন্ত্রশিল্পীরা এসব গানে বাজাবেন বলে জানা গেছে। গানটির সংগীত পরিচালনা করছেন বাংলাদেশের সঙ্গীত পরিচালক সৈয়দ সুজন। গানটি লিখেছেন তৌহিদুল ইসলাম এবং সুর করেছেন জাদু রিছিল ও সৈয়দ সুজন। ২০২২ এর মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী ১৩০ টি গান প্রকাশিত হবে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। এই প্রসঙ্গে সঙ্গীত পরিচালক সৈয়দ সুজন বলেন, বাংলাদেশে এই ধরনের কাজ আগে হয়েছে বলে আমার জানা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বে গানের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status