অনলাইন

চীনের বিশাল বাজার বাংলাদেশের উন্নতমানের পণ্যের জন্য প্রস্তুত: রাষ্ট্রদূত

তারিক চয়ন

২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ১০:০১ অপরাহ্ন

করোনার মারাত্মক ধাক্কার বিরুদ্ধে বিশ্ব অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই আজকের অগ্রাধিকার। চীনের দরজা কেবল আরও উন্মুক্তই হবে। চীন বাংলাদেশের সাথে উন্নয়নের সুযোগগুলো ভাগ করে নিতে ইচ্ছুক এবং চীনের বিশাল বাজার বাংলাদেশের উন্নতমানের পণ্যের জন্য প্রস্তুত।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এসব কথা বলেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, "শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে এলডিসি (স্বল্পোন্নত দেশের তালিকা) থেকে বের হতে চলেছে এবং ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ২৫ অর্থনীতির দেশ হতে পারে"।

সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রদর্শনী কেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করে বলেন, "রপ্তানি মেলা, বাণিজ্য মেলা, রপ্তানিকারকদের সম্মেলন, ক্রেতা-বিক্রেতা মেলা এবং অন্যান্য বাণিজ্য বৃদ্ধিমূলক কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে"।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status