বাংলারজমিন

সিলেট ছাত্রলীগে বঞ্চিতদের কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ৯:২৫ অপরাহ্ন

নতুন কমিটি গঠন নিয়ে সিলেট ছাত্রলীগে ক্ষোভ কমছে না। কমিটি বাতিলের দাবিতে বঞ্চিতরা মাঠে সরব। অন্যদিকে কমিটির নেতারাও সিলেটে শোডাউনের পর সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কর্মসূচি পালন করে যাচ্ছেন। সর্বশেষ তারা সিলেটের এমসি কলেজে বিক্ষোভ সমাবেশে করেছেন। গতকাল সিলেটে বঞ্চিত তেলীহাওর গ্রুপের কর্মীরা নগরীতে কালো পতাকা মিছিল করেছেন। এদিকে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাহাত খুনের ঘটনা নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। তেলীহাওর গ্রুপের কর্মীরা নিহত ছাত্রলীগ কর্মীকে তাদের কর্মী বলে দাবি করেছেন। এ ঘটনার জন্য তারা রাহেল সিরাজ বলয়ের কর্মীদের দায়ী করছেন। গত ১২ই সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি গঠনের পর থেকে বিক্ষোভ চলছে সিলেটে। তেলীহাওরসহ একাধিক গ্রুপের কর্মীরা বিকাল সাড়ে ৩টার দিকে কালো পতাকা মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সমাবেশ করে। ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে ও সৌরভ জায়গীরদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সিনিয়র নেতা আশফাক আহমদ মাসুদ, মুহিবুর রহমান, শাকুর আহমদ জনি, মুশফিকুর রহমান রুনু, জঙ্গিনুর আহমদ জীবাল, শহিদুল ইসলাম সৌমিক, দীপরাজ দাশ দীপায়ন, সাহান আহমদ, দীপঙ্কর টিপু, তানভীর আহমদ, রনি তালুকদার, আহমেদ নোবেল, রাজু চৌধুরী, সাদেক হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে আশফাক আহমদ মাসুদ জানান, সিলেটে ছাত্রলীগের কমিটি একপেশে করা হয়েছে। এ কারণে তারা তাদের চলমান কর্মসূচি অব্যাহত রয়েছে। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি জানান, গতকাল হামলায় নিহত ছাত্রলীগ কর্মী রাহাত তাদের গ্রুপের কর্মী। পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা আন্দোলন বানচাল করতে তাদের গ্রুপের কর্মীকে খুন করেছে। তবে ছাত্রলীগের কমিটি গ্রুপের কর্মীরা ঘটনাটি দলীয় ঘটনা নয় বলে জানিয়েছেন। এ নিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে কালো পতাকা নিয়ে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা সড়ক অবরোধ করে বঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রায় এক ঘণ্টা তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিক্ষোভ চলাকালে নগরীর আম্বরখানা থেকে কোর্ট পয়েন্ট সড়কে যানজটের সৃষ্টি হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status