বাংলারজমিন

ফুলপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ৯:২৫ অপরাহ্ন

ময়মনসিংহ ফুলপুরে ৩ সন্তানের জননী দরিদ্র গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ফুলপুর জাটিয়া গ্রামের সৈয়দ আলীর ছেলে ‘দুই ভাই নার্সারি এন্ড হটিকালচারের’ মালিক গোলাম রব্বানীর বিরুদ্ধে। অভিযোগ করে হুমকির মুখে দরিদ্র এই গৃহবধূ ও তার পরিবার। এ ব্যাপারে ফুলপুর থানায় ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন শ্রমিক সাহিদা খাতুন (৪৩)।
গৃহবধূ জানান, গত ৯ই সেপ্টেম্বর সকাল ১১টায় নার্সারিতে কাজ করার কথা বলে অভিযোগকারিণী ও তার স্বামী রফিকুল ইসলামকে ডেকে নিয়ে যায় গোলাম কিবরিয়া। নার্সারির পাহারা ঘরে নিয়ে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গৃহবধূর স্বামী রফিকুল ইসলামকে অজ্ঞান করে ফেলে। এ সময় নার্সারির মালিক কিবরিয়া গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। তার ডাক-চিৎকারে নার্সারির ভ্যানচালক জহুর উদ্দিন ছুটে এলে কিবরিয়া ঘর থেকে বেরিয়ে আসে। দ্রুত অজ্ঞান স্বামীকে ভ্যানে করে নিজ বাড়িতে নিয়ে যায়। স্বামীর জ্ঞান ফিরলে গৃহবধূ স্বামীকে বিস্তারিত ঘটনা জানায়। এ ব্যাপারে পরামর্শ জানতে ভ্যানচালক জহুর উদ্দিনের বাড়িতে যায় নির্যাতিত স্বামী ও স্ত্রী। খবর পেয়ে কিবরিয়া জহুর উদ্দিনের বাড়িতে গিয়ে গৃহবধূর স্বামীকে মারধর করে। এ ঘটনা গৃহবধূ ও তার স্বামী স্থানীয় মাতব্বরদেরকে জানায়। তাদের পরামর্শে ফুলপুর থানায় ও ময়মনসিংহ পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে ঘায়েল করতে পাল্টা গৃহবধূ ও স্বামী ও তাদের ছেলেকে আসামি করে নার্সারি গাছ কাটার অভিযোগ এনে ফুলপুর থানা আবেদন করে কিবরিয়া। কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়েছে গৃহবধূর পরিবার। তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে কিবরিয়া। স্থানীয়রা পুলিশ সুপারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আসাকিে গ্রেপ্তার ও বিচার দা িকরেন। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা মাওলানা আবু বক্কর সিদ্দিক, আবদুল খালেক ও শিক্ষক কামরুল হাসান স্বপন জানান, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। রহস্যজনক কারণে পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ গোলাম কিবরিয়ার নার্সারিতে মাদক বেচাকেনা ও রাতের বেলায় মাদকের আসর বসে। স্থানীয়রা মাদকের আস্তানা বন্ধের দাবি জানান। এ ব্যাপারে অভিযুক্ত কিবরিয়া বলেন, গৃহবধূর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমন কোনো ঘটনা ঘটেনি। তারা আমার নার্সারির চারা গাছ কেটে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি টর্চলাইট দিয়ে গৃহবধূর স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status