বাংলারজমিন

জামিনে এসেই বাদীপক্ষের ওপর হামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ৯:২২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে চাঞ্চল্যকর সেকেন্দার আলী মোল্লা হত্যা মামলার আসামিরা জামিনে এসেই বাদীপক্ষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাদী পক্ষের সৌদি প্রবাসী শাহীন মোল্লা (৪০) এর ওপর এ হামলা চালানো হয়। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। বুধবার এ হামলার ঘটনা ঘটে।  সেকেন্দার হত্যা মামলার অন্যতম আসামি উপজেলার চরকান্দা গ্রামের আতিয়ার রহমান বুলু মোল্লা, তারপুত্র সম্রাট মোল্লা, শামিম মোল্লা, মহিম মোল্লা, এলাকার দাড়িয়ার মাঠ গ্রামের তোতা শেখের ছেলে রিপন শেখ এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তারা সকলেই গত সোমবার কোর্ট থেকে জামিনে বেরিয়ে আসেন। আহত সৌদি প্রবাসী শাহিন মোল্লা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেন আসামিরা। তিনি বলেন, আমার পিঠে, গলায় ও মাথায় তারা লোহার রড দিয়ে আঘাত করে। আহত শাহিন মোল্লা বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বাদীপক্ষের জমির উদ্দিন মোল্লা বলেন, আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় চরকান্দা আমতলা নামকস্থানে শাহিন মোল্লাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে যায়।
তিনি আরও জানান, আমাকেসহ বাদীপক্ষের মহসিন মোল্লা, সিদ্দিক মোল্লা, সিরাজ মোল্লা, সরোয়ার জান, জয়নাল মোল্লাসহ যারা মামলা পরিচালনা করে তাদেরকে মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেন। হামলার ঘটনায় স্থানীয়রা শাহিনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় শাহিন মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৬শে অক্টোবর আসামিরা সেকেন্দার আলী মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status