খেলা

পাকিস্তানের ক্রিকেট নিয়ে মুখ খুললেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ৮:৫৪ অপরাহ্ন

আগামী রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের ক্রিকেট নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক। আচমকা কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিসবাহ্‌ বলেন, ‘আমাদের মূল সমস্যাটা হলো- আমরা শুধু খেলার ফলাফলের দিকেই বেশি নজর দিই। কিন্তু আমরা পাকিস্তান ক্রিকেট সুষ্ঠুভাবে চলার যে প্রক্রিয়া, সেটার সঠিক পরিকল্পনা ও উন্নয়নের জন্য কোনো ধৈর্যধারণ করি না।’ পাকিস্তান ক্রিকেটের অবকাঠামোর মধ্যেই প্রকৃত সমস্যা অন্তর্নিহিত বলে ক্ষোভ প্রকাশ করেন ২০০৯ সালে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা সাবেক এই অধিনায়ক বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে থাকার সময়ই খেলোয়াড়দের উন্নতিতে যে সাহায্য করা উচিত, সেদিকে আমরা কখনোই নজর দিই না। আমরা শুধুই ভালো ফলাফলের আশায় বসে থাকি এবং যখনই ফলাফল খারাপ হয়, আমরা তা গোঁজামিল দেওয়ার জন্য বলির পাঁঠা খুঁজতে থাকি।’ পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুসকে সঙ্গে নিয়ে প্রধান কোচ মিসবাহ গত মাসে হঠাৎই পদত্যাগ করেন। গোঁজামিল দেওয়ার এই সংস্কৃতিকে পাকিস্তান ক্রিকেটের উন্নতির প্রধান অন্তরায় বলে মনে করেন সাবেক এই অধিনায়ক, ‘আমরা এই “কসমেটিক সার্জারি” প্রথা যদি চালিয়ে যেতে থাকি, তাহলে পরিস্থিতির কোনো বদল হবে না, এভাবেই সব চলতে থাকবে। আপনি হয়তো বারবার কোচ বা খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন, কিন্তু এতে সমস্যার গভীরে আপনি যেতে পারবেন না। আদতে পাকিস্তান ক্রিকেটের কোনো উন্নতি হবে না।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষণা করা পাকিস্তান ক্রিকেট দলে শেষ মুহূর্তে যেভাবে রদবদল করা হয়েছে, সে জন্য মিসবাহ পাকিস্তানের নির্বাচকদেরও সমালোচনা করে বলেন, ‘তাঁরা কী করছেন, কিছুই বুঝতে পারছি না। প্রথমে আপনি বিশ্বকাপের জন্য দলে কিছু খেলোয়াড়কে ডাকলেন। কিন্তু ১০ দিন পর সরাসরি ইউটার্ন নিয়ে তাদের বাদ দিয়ে আবার ফেরত পাঠিয়ে দিলেন!’
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ এর জন্য তিনজনকে রিজার্ভে রেখে ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম পরবর্তীকালে সাবেক অধিনায়ক এবং উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ খানের অন্তর্ভুক্তিসহ দলে মোট তিনটি পরিবর্তন আনেন।  পরে শোয়াইব মাকসুদ ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ায় ডাক পান শোয়েব মালিক। পাকিস্তান আগামী রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবিলা করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status