খেলা

বঙ্গবন্ধু জাতীয় সাঁতার আজ

স্পোর্টস রিপোর্টার

২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ৮:৫২ অপরাহ্ন

৪২টি ইভেন্টে ৬৫ দলের প্রায় চারশ’জন সাঁতারুরর অংশগ্রহনে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সাঁতার প্রতিযোগিতা। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী টুর্নামেন্টে ইলেক্ট্রোনিক্স টাইমিংয়ে পুলে লড়বেন সাঁতারুরা। পুরুষ ও নারী দু’বিভাগেই ১৯টি করে ইভেন্ট রয়েছে। এছাড়াও পুরুষ বিভাগে ৩টি ডাইভিং ও একটি ওয়াটারপোলো ইভেন্ট রয়েছে। বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ ছাড়াও দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে। সেরা পুরুষ ও নারী সাঁতারুরা পাবেন ক্রেস্ট ও অর্থ পুরস্কার। নতুন রেকর্ডধারীদের জন্যও পুরস্কার থাকবে। জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status