এক্সক্লুসিভ

ব্যারিস্টার সালামের গ্রামের বাড়িতে নেতাকর্মীদের ঢল

পুলিশের ব্যারিকেড ভেঙে দক্ষিণ সুরমায় ছাত্রদলের সমাবেশ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ৭:৫৪ অপরাহ্ন

পুলিশের ব্যারিকেড ভেঙে সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালামের বাড়িতে ছাত্র সমাবেশ করেছে ছাত্রদল। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন উপস্থিত ছিলেন। সমাবেশে ব্যারিস্টার সালামের গ্রামের বাড়ি রায়বান গ্রামে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালাম বলেছেন- ‘পুলিশ দিয়ে জনস্র্রোত থামানো যায় না। আজকে সমাবেশ- এটাই প্রমাণ করে। এই সমাবেশ প্রমাণ করে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জনগণের প্রতিনিধি হয়ে ক্ষমতায় আসবে।’ বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এমএ সালাম চলতি মাসের প্রথম দিকে সিলেটে আসেন। এরপর থেকে রাজনৈতিক নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বুধবার দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ ছাত্রদলের উদ্যোগে ছাত্র-সমাবেশের ডাক দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার এমএ সালাম। আর প্রধান বক্তা ছিলেন- ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। ছাত্রদল নেতারা জানিয়েছেন- প্রশাসনের অনুমতি নিয়েই তারা হলের ভেতরে ছাত্র সমাবেশের আয়োজন করেছিলেন। কিন্তু বুধবার সকালে পুলিশ ময়ূরকুঞ্জ সেন্টারে যায়। তারা সমাবেশে বাধা প্রদান করে। এক পর্যায়ে তারা ব্যানারও নিয়ে যায়। এরপর পুলিশের পক্ষ থেকে সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করে। পরে ব্যারিস্টার সালামের উদ্যোগে তার গ্রামের বাড়ি মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামে সমাবেশের আয়োজন করা হয়। এদিকে- দুপুরে সড়ক পথে সিলেটে আসা ছাত্রদল সভাপতিকে নিয়ে দক্ষিণ সুরমায় আসা হলে তেলিবাজার ও ময়ূরকুঞ্জ সেন্টার এলাকায় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেয়া হয়। পরে অতিথিদের নিয়ে লালাবাজার হয়ে কলারতল এলাকা দিয়ে ব্যারিস্টার সালামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ কলারতল ও খালেরমুখ এলাকায় ব্যারিকেড দেয়। পথিমধ্যে কয়েকশ’ মোটরসাইকেলের বহর অতিথিদের বরণ করে। মোটরসাইকেল শোভাযাত্রাটি বৈরাগীবাজার ব্রিজের কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দেয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের তর্ক-বিতর্ক হয়। পরে ব্যারিকেডের মুখে গাড়ি থেকে হেঁটে অতিথিরা ব্যারিস্টার সালামের বাড়িতে যান। ব্যারিস্টার এমএ সালাম জানিয়েছেন- ‘ছাত্রদল হলের ভেতরে সমাবেশ করতে চাইলে বাধা দেয়া হয়েছে। পরে তার বাড়িতে আসতে চাইলেও বাধা দেয়া হয়। বাধা উপেক্ষা করে হাজারো নেতাকর্মী তার বাড়িতে পৌঁছে বিকালে তার বাড়িতেই ছাত্র সমাবেশ করে।’ তিনি জানান- ‘পুলিশের আচরণ ন্যক্কারজনক। কিন্তু ছাত্রদল কর্মীরা শত বাধা উপেক্ষা করে সমাবেশ করেছেন।’ এদিকে- দক্ষিণ সুরমা,  ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র-সমাবেশে সভাপতিত্ব করেন- সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ  হোসেন সুমন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন নাদিম ও  মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের  যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এমএ সালাম। প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাওছার, যুগ্ম সম্পাদক আরিফুল হক আরিফ, যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ  জ্যোতি এষ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী,  মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তারেক মিয়া। এছাড়া- দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক,  ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি, সদস্য সচিব আল মারুফ শাহজাহান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল কাশেম মো. সুহেল, সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান সজল, সদস্য সচিব আদিল হোসেন সাকিব, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু মিয়া, সদস্য সচিব জুনেদ আহমদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status