কলকাতা কথকতা

কলকাতা কথকতা               

চিকিৎসকদের  আশঙ্কা সত্যে পরিণত, কলকাতায় করোনা বেড়েছে ২০ শতাংশ

বিশেষ সংবাদদাতা, কলকাতা  

২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৯:০১ পূর্বাহ্ন

বৃহস্পতিবার থেকে বঙ্গে ফিরছে নাইট কারফিউ। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত  রাস্তায় বেরোনো নিষিদ্ধ। রেস্তরাঁ, পানশালার ঝাঁপ বন্ধ হয়ে যাবে রাত সাড়ে আটটাতেই। দশ দিনের শিথিলতার পর বঙ্গ আবার কঠোর নিয়মের জালে। কিন্তু, পুজোর এই ১০দিনেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। চিকিৎসকদের আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ভিড়  আর রাজপথে জনস্রোত দেখে তারা আশঙ্কিত হয়েছিলেন- করোনা বাড়বে। বাড়বে সংক্রমণ। অক্টোবর মাসের শেষ সপ্তাহে করোনার প্রকোপ বাড়বে বলে তাদের অনুমান ছিল। কিন্তু, অক্টোবরের শেষ পর্যন্ত যেতে হলো না। তৃতীয় সপ্তাহেই রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিল যে, এক কলকাতা শহরেই করোনা বেড়েছে ২০ শতাংশ। রাজ্যে বুধবার মোট আক্রান্তের সংখ্যা ৮৬৭। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ২৪৪ জন। কলকাতা লাগোয়া উত্তর চব্বিশপরগনা এর পরেই। সেখানে আক্রান্ত ১২৯ জন। উত্তর চব্বিশ পরগনায় মারা গেছেন তিনজন, কলকাতায়  দু'জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৯ জন। কলকাতার হাসপাতালগুলিতে কোভিড ওয়ার্ডগুলি আবার সচল করা হয়েছে। নতুন করে রোগীও আসছে। কলকাতা কি আবার সেই তিমিরেই ফিরে যাচ্ছে?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status