অনলাইন

কুমিল্লার ঘটনায় ৮ মামলায় আসামি ৮০০, গ্রেপ্তার ৪৭

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২০ অক্টোবর ২০২১, বুধবার, ২:৩৭ অপরাহ্ন

কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে আরও একটি মামলা হয়েছে। কুমিল্লার সদর দক্ষিণ, দাউদকান্দি ও নগরীতে প্রতীমা ভাঙচুর, হামলার ঘটনায় এ পর্যন্ত জেলার তিনটি থানায় মোট আটটি মামলা হয়েছে। এই আট মামলায় এজাহারনামীয় কুমিল্লা সিটি কর্পোরেশনের জামায়াত সমর্থিত তিন কাউন্সিলরসহ অজ্ঞাত অন্তত ৮০০ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদী হয়েছেন ছয় মামলায়। এদিকে নগরীর কোতয়ালী থানায় র‌্যাবের ডিএডি এবং দাউদকান্দি থানায় গৌরাঙ্গ ভৌমিক নামে এক ব্যক্তি বাদী হয়েছেন। এদিকে গতকাল নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত আট মামলায় পুলিশ ও র‌্যাব ৪৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
মামলায় যে কাউন্সিলরদের আসামি করা হয়েছে তারা হলেন- নগরীর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইকরাম হোসেন বাবু।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির উত্তরপাড়ে গত বুধবার সকালে একটি পূজামণ্ডপের ঘটনার পর জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ও র‌্যাব বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পৃথক পাঁচটি মামলা করে। এ চারটি মামলায় ৬২ জনকে এহাজারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এছাড়া জেলার সদর দক্ষিণ মডেল থানায় দুইটি মামলায় ৩০জনকে এজাহারনামীয় ও ১৬০ জনকে অজ্ঞাতনামা এবং দাউদকান্দি মডেল থানার একটি মামলায় ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এসব মামলার মধ্যে কোতোয়ালি মডেল থানাপুলিশ ৩৯ জনকে ও সদর দক্ষিণ মডেল থানাপুলিশ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। দাউদকান্দির মামলায় এখন পর্যন্ত কোন গ্রেফতার নেই।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় কুমিল্লা কোতোয়ালি, সদর দক্ষিণ ও দাউদকান্দি থানায় পৃথকভাবে আটটি মামলা হয়েছে। এই আট মামলায় এখন পর্যন্ত কোতয়ালীতে ৪০ এবং সদর দক্ষিণে ৪জনসহ মোট ৪৪জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর কাপড়িয়াপট্টি এলাকার বাসিন্দা মাঈনউদ্দিন, রাশেদ ও এম্বু।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম জানান গত ১৩ই অক্টোবর নানুয়ার দীঘির পাড় বিশৃঙ্খলার ঘটনার পর একইদিন দুপুরে নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় ৫০ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার আসামি মাঈনউদ্দিন, রাশেদ ও এম্বুকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status