অনলাইন

গানের ছন্দে পা মেলালেন গ্রেটা

২০ অক্টোবর ২০২১, বুধবার, ১:১৮ অপরাহ্ন

তাঁকে গোটা বিশ্ব চেনে এক কট্টর পরিবেশকর্মী হিসেবে। তাঁর বক্তৃতার জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। পরিবেশ নিয়ে নিরন্তর লড়াই চালিয়ে গেলেও তাঁর মনেও যে একটি তরুণ প্রাণোচ্ছল কিশোরী লুকিয়ে আছে তা প্রকাশ পেলো এক আন্তর্জাতিক আলোচনা মঞ্চে। সুইজারল্যান্ডেই চলছিল একটি পরিবেশ সম্মেলন। আলোচ্য বিষয় ছিল- বিশ্ব উষ্ণায়ন। করোনা কালে ২০২০ গোটা বছরটাই আন্তর্জাতিক স্তরে একাধিক আলোচনা সভা, সম্মেলন চলেছে ভার্চুয়ালি। তবে ইউরোপের পরিস্থিতি এখন খানিকটা ভাল হওয়ায় আপাতত মঞ্চ বেঁধেই চলছে আলোচনা সভা। তেমন একটি সভায় বক্তা ছিলেন বছর সতেরোর কিশোরী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। সেখানে বক্তব্য রাখার পর ছোট মেয়েটিকে ঘিরে স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে কিছুটা উন্মাদনা দেখা দেয়। কোথাও থেকে গান বেজে ওঠে। বিখ্যাত বৃটিশ গায়ক রিক অ্যাসলের 'নেভার গনা গিভ ইউ আপ' বিখ্যাত গানটি বাজতেই গ্রেটা মঞ্চে দাঁড়িয়েই নেচে ওঠেন। সকলকে নাচার আহ্বানও করে। তাকে এভাবে দেখে মঞ্চে ছুটে আসেন একজন। তাঁর সঙ্গেই গানের তালে কোমর দোলায় কিশোরী পরিবেশকর্মী। এমনকী গানের এক কলি গেয়েও ওঠে সে - 'You know the rules, and so do I'। সম্মেলনে হাজির কয়েকশো মানুষের তখন বাঁধভাঙা উচ্ছ্বাস। সবাই গ্রেটার সঙ্গে মেতে উঠেছেন নাচে। সে এক অন্য পরিবেশ। উষ্ণায়ন নিয়ে গরমাগরম বক্তৃতা সত্যিই হয়ে উঠল উষ্ণ। গ্রেটা থুনবার্গের এই নাচ নিমেষেই ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পাতায় পাতায় ঘুরছে তা। সকলে সুইডিশ পরিবেশকর্মীকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। ভার্চুয়াল বক্তৃতায় যাঁকে নরম গলায় বড়দের ভর্ত্সনা দিতে দেখা যায় পরিবেশ নিয়ে, তাঁকেই অন্য অবতারে দেখে উচ্ছসিত গ্রেটার ভক্তরা।

সূত্র: thenationalnews.com
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status