কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বাংলাদেশকে শুভেন্দু অধিকারীর হুমকি, পেট্রাপোল সীমান্ত বন্ধ করা হবে , দেয়া হবে না ফারাক্কার জল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-১০-২০
মঙ্গলবার আসানসোলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেয়া হবে। বাংলাদেশকে দেয়া হবে না ফারাক্কার জল। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুরা নির্মম অত্যাচারের শিকার হচ্ছে। আর সরকার কার্যত নির্বিকার। এই অবস্থা চললে ভারত ব্যবস্থা নেবে। বাংলাদেশে ভারতীয় বাণিজ্য বন্ধ করা হবে। বাংলাদেশের কোনো পণ্য ঢুকতে দেয়া হবে না। এছাড়াও ফারাক্কার জল বন্টন বন্ধ করে দেয়া হবে বলেও তিনি বলেন। বাংলাদেশের ঘটনা নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের নীরবতা সম্পর্কে শুভেন্দু বলেন, যিনি সব বিষয়ে আগ বাড়িয়ে মন্তব্য করেন তার এই বিষয়ে নীরবতা বিস্ময়কর।