শেষের পাতা

আওয়ামী লীগের সম্প্রীতির র‌্যালি সিলেটে দফায় দফায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৯:৩৫ অপরাহ্ন

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সিলেট। গতকাল দিনভর নগরজুড়ে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। আওয়ামী লীগ করেছে শান্তি ও সম্প্রীতির র‌্যালি। এ ছাড়া, বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংস্কৃতিক সমাবেশ করেছে। নগরীর আখালিয়া এলাকায় একটি আখড়ায় দু’দিন আগে মোটরসাইকেল মিছিল থেকে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার পর অ্যাকশনে গেছে পুলিশ।  সোমবার রাতে পুলিশ এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে। সতর্ক আছে প্রশাসন সহ সামাজিক নেতারাও। হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার আশঙ্কায় সিলেট শহরতলীর কয়েকটি এলাকায় রাত জেগে পাহারা দেয়া হচ্ছে। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও এই পাহারায় সম্পৃক্ত হচ্ছে। এ ছাড়া, সামাজিক নেতৃবৃন্দও এতে অংশ নিচ্ছেন। ফলে সিলেটে এখন পর্যন্ত স্বস্তি বিরাজ করছে। এই অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সিলেটের রাজপথে সোচ্চার হয়েছেন সবাই। গতকাল সকাল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিকেল কলেজে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দুপুরে সিলেটের রাজপথে শান্তি ও সম্প্রীতির র‌্যালি বের করে সিলেট জেলা ও মহানগর যুবলীগ। পৃথক ব্যানারে তারা নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। জেলা যুবলীগের র‌্যালিতে নেতৃত্ব দেন সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ। মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। দুটি র‌্যালিই নগরী প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে সমাবেশ করে। সমাবেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে জেগে উঠারও আহ্বান জানানো হয়। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ সিলেটে সম্প্রীতির র‌্যালি বের করে। এদিকে- বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার ছিল প্রতিবাদে উত্তাল। সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজন কান্তি গুপ্ত মানবজমিনকে জানিয়েছেন, বিকাল ৩টায় উদীচীর পক্ষ থেকে শহীদ মিনারের সামনে শান্তি সমাবেশ করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। এরপর বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সাম্প্রদায়িক অপশক্তি বিরোধী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়। এতে সিলেটের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এতে জেলা ও মহানগরের কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেছেন, ‘বড় বড় মেগা প্রকল্পগুলো চলমান ও উদ্বোধনের অপেক্ষায় তখনই একটি চিহ্নিত গোষ্ঠী ও অপশক্তিরা পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে সারা দেশে বিশৃঙ্খলা এবং সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট করার জন্য পাঁয়তারা করছে। সম্মিলিতভাবে এই সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের অপশক্তিকে রুখে দিতে হবে।’ ‘সমপ্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সমপ্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমপ্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রাটি দুপুর ১২টায় রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় ‘সমপ্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’য় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল। এ সময়ে উপস্থিত ছিলেন- জেলা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মো. সানাওয়র, জগদীশ চন্দ্র দাস, জেলা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, কবির উদ্দিন, বিধান কুমার সাহা, জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ এডভোকেট মাফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, তপন মিত্র, খন্দকার মহসিন কামরান, শমসের জামাল, নজমুল ইসলাম এহিয়া, আব্দুর রহমান জামিল, বেগম শামসুর নাহার মিনু, মোহাম্মদ জুবের খান, বুরহান উদ্দিন, মো. সাইফুর রহমান খোকন, সেলিম আহমদ সেলিম, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আজিজুল হক মঞ্জু, শামসুল আলম সেলিম, রজত কান্তি গুপ্ত, ডা. সাকের আহমেদ শাহীন, ডা. মোহাম্মদ হোসেন রবিন, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডা. আরমান আহমদ শিপল প্রমুখ। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশ দাস মিঠু, জেলা তাঁতী লীগের সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status