বাংলারজমিন

ফেনীতে শান্তি-সম্প্রীতি সমাবেশ

ফেনী প্রতিনিধি

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৯:৩২ অপরাহ্ন

ফেনীতে ৩টি মন্দির ও বেশ কয়েকটি দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শান্তি-সম্প্রীতি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল ফেনী পৌর মিলনায়তন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার মিলনায়তনে সমাবেশে মিলিত হয়।
দেশব্যাপী সাম্প্রদায়িক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহম্মদ। সংগঠনের দপ্তর সম্পাদক এ কে শহীদ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ। এদিকে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে ফেনীতে সম্প্রীতি দিবসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি কবি মুহাম্মাদ ইকবাল চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন প্রমুখ।
 বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের, সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, নাজমুল হক শামীম, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, শান্তি রঞ্জন চৌধুরী, সমরজিৎ দাশ টুটুল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status