বাংলারজমিন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৯তলা ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৯:২১ অপরাহ্ন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের নবনির্মিত ৯তলাবিশিষ্ট বিস্তৃত পরিসরের নান্দনিক কারুকাজ ও আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এ ভবনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী কাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন এ ভবনের উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহারউদ্দিন বাহার। নগরীর কেন্দ্রবিন্দু কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন তার (এমপি) উদ্যোগ, পরিকল্পনা ও তত্ত্বাবধানে দলের নেতাকর্মীদের অর্থে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানা যায়, নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় রামঘাটলাস্থ ১০ শতক জমির উপর নির্মাণাধীন এ ভবনে থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা। ৯তলা ভবনটিতে আছে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, কনফারেন্স হল, মিডিয়া রুম, গেস্ট হাউজ, নামাজের রুম, ক্যাফেটরিয়া, ইনডোর গেম স্পট, একাধিক লিফট, সিসি ক্যামেরা, ইন্টারকম, অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা ও ওয়াইফাই সুবিধাসহ অত্যাধুনিক প্রযুক্তির সব সুযোগ। ভবনটিতে আধুনিক স্থাপত্য শৈলীর মিশেলে ইনডোরে আলোক চিত্রে তুলে ধরা হয়েছে  দেশ ও দলের ইতিহাস। প্রতিটি ফ্লোরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে। ভবনের সম্মুখে রয়েছে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি। দলীয় কার্যক্রম পরিচালনা, গবেষণা, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে আধুনিক কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন দলের বিভিন্ন পর্যায়ের প্রবীণ নেতারা। মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহারউদ্দিন বাহার এমপি সাংবাদিকদের বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। বাংলার গণমানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসি। তাই দলের জন্য আন্তর্জাতিক মানের এ কার্যালয় নির্মাণ করেছি। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে এ ভবনে। আগামী বৃহস্পতিবার  বেলা ১২টায় বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন ভবনের উদ্বোধন করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status