বাংলারজমিন

উলিপুরে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৯:২১ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ক্ষতিগ্রস্ত দুর্গা মন্দিরগুলো পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মণপাড়া সার্বজনীন মন্দির, নেফরা শ্রী শ্রী দুর্গা মন্দির, ভূতের বাজার সার্বজনীন দুর্গা মন্দির এবং থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও ফাঁসিদাহ বাজার সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। পদির্শনকালে সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ রকম প্রতিটি ঘটনাই দুঃখজনক বলে জানান তিনি। এ সময় ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের লোকজন আগামী ২৩শে অক্টোবর উলিপুর শহীদ মিনার চত্বরে অনশন করার ঘোষণা দেন। পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status