বাংলারজমিন

মানবজমিনে সংবাদ প্রকাশের পর ফানাই নদীতে মাছ ধরা বন্ধ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৯:১৮ অপরাহ্ন

গেল মাস থেকে ফানাই নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরছে দুষ্টুচক্র। প্রতি বছরই শুষ্ক মৌসুমে উজানে বিষ দিয়ে নদীর ভাটি এলাকায় নানা কৌশলে মাছ ধরে ওই চক্রটি। বছরান্তে এমন নির্দয় আচরণে ঐতিহ্যবাহী নদীরটির দেশীয় প্রজাতির মাছ এরই সঙ্গে জলজপ্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নদীটি দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকির সঙ্গে সংযুক্ত হওয়ায় হুমকির মুখে পড়েছে হাকালুকি হাওরের মাছ ও জীববৈচিত্র্য। ফানাই নদীর এই দুর্দশার চিত্র তুলে ধরে সোমবার মানবজমিনে সংবাদ ছাপা হলে নড়েচড়ে বসে কুলাউড়া উপজেলা প্রশাসন। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ওই দিনই কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম ওই দিনই ফানাই নদীর বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করেন। নদীটির ভাটি এলাকায় ভূকশিমইল ইউনিয়নের একাধিক স্থানে অভিযান চালিয়ে ৮-১০টি আইড় জাল ও বাঁধা জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। এবং ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এরই সঙ্গে দিনভর ফানাই নদীর তীরবর্তী বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক ও সচেতন করেন। নদীটির মাছ, জলজ প্রাণী, জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ হিসেবে (উপজেলা মৎস্য কর্মকর্তা স্বাক্ষরিত) আইনগত নোটিশ জারি করেন। নোটিশে বলা হয় কে বা কারা রাতের আঁধারে নদীতে বিষ প্রয়োগে মৎস্য ও জলজপ্রাণী মেরে ফেলছে। যা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ওই জরুরি ঘোষণায় নদীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যেকোনো উপায়ে ফানাই নদীতে মাছ ধরা বন্ধ রাখতে বলা হয়। মৎস্য প্রজাতি রক্ষার পাশাপাশি মানুষ, জলজপ্রাণীসহ অন্যান্য প্রাণী রক্ষা স্বার্থে ওই আদেশ বলবৎ থাকবে। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ অনুযায়ী এক বছরের জেল এবং অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক পাঁচ হাজার টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ঐতিহ্যবাহী ফানাই নদীর মৎস্যসহ জলজপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চায় মৎস্য বিভাগ। ওই নোটিশের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনর্চাজ, সকল ইউপি চেয়ারম্যান (কুলাউড়া উপজেলা)কে দেয়া হয়। কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম বলেন, ঐতিহ্যবাহী ফানাই নদীর মাছ, জলজপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। নদী তীরের স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন করতে ও মাছ ধরা বন্ধ সংক্রান্ত আইনজ্ঞত বিজ্ঞপ্তি জারির বিষয়ে খুব শিগগিরই মাইকিং করা হবে। তবে স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতা ছাড়া এ কাজে সফল হওয়া দুষ্কর। তিনি এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা চান। এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী মুঠোফোনে মানবজমিনকে বলেন, ফানাই নদীর মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। নদীতে আপাতত মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে ওই দুষ্টুচক্রকে প্রতিহত করতে ও সচেতনতা বাড়াতে কাজ করছি। এজন্য তিনি সবার সহযোগিতা চান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status