দেশ বিদেশ

প্রবাসীদের পাসপোর্ট জটিলতা নিরসনের দাবি মালয়েশিয়া আওয়ামী লীগের

মালয়েশিয়া সংবাদদাতা

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৯:১৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় বসবাসরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সমস্যা ও কারাবন্দিদের ভোগান্তি নিরসনের জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়াস্থ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। দলের নেতৃবৃন্দ বলেন, সময়মতো পাসপোর্ট না পাওয়ার কারণে ভিসা নবায়ন সহ বৈধকরণ প্রোগ্রামে অংশগ্রহণ বিলম্ব হচ্ছে। তাছাড়াও কারাবন্দি এবং ডিটেনশন ক্যাম্পে আটক প্রবাসীরা মানবেতর জীবনযাপন করছে। তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। গতকাল রাত নয়টায় কুয়ালালামপুর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এসব কথা বলেন দলের নেতাকর্মীরা। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অহিদূর রহমান অহিদ। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী,  আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ ভূঁইয়া, আক্তার হোসেন, এমএম মামূনুর রশিদ, আঃ বাতেন, চিকিৎসা ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান। যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার, রেজাউল হক লায়ন, শওকত হোসেন চৌধুরী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status