দেশ বিদেশ

মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলা খারিজ

স্টাফ রিপোর্টার

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৯:১৬ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামছ জগলুল হোসেনের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় এটি খারিজ করে দেন আদালত। মামলার আবেদনে মেয়র আতিকের গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন মামলার বাদী আব্দুর রহিম। মামলার আবেদন থেকে জানা যায়, গত ২রা জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ড্রেন ও খালের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ৪৭ দশমিক ৯০ একর জমি হতে ২ একর জমি ও তার ওপর নির্মিত স্থাপনাদি ভেঙে দখল করে নেয় ডিএনসিসি। আবেদনে আরও বলা হয়, ঘটনার দিন বেলা ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে ড্রেজার, এস্কেভেটর/ভেকু, ড্রাম ট্রাকসহ স্থাপনা ভাঙার নানা সরঞ্জামাদি নিয়ে ভাঙচুর করে ভূমি দখল করে নেয়া হয়। এতে বাদীর ৫ কোটি টাকা ক্ষতি হয়। এ সময় প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন এগিয়ে আসলে মেয়র আতিকের নির্দেশে তার সহযোগীরা তাদের মারধর করে। অভিযোগে আরও বলা হয়, স্থাপনা ভাঙার পর মেয়র আতিক বাদীর নামে ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য-উপাত্ত প্রকাশ করে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ছাড়া, মেয়র আতিক বাদী ও তার প্রতিষ্ঠানের নামে মোটা অঙ্কের ঘুষ ও চাঁদা দাবি করছেন। মেয়র পদের ক্ষমতার অপব্যবহার করে বাদীর মৌলিক অধিকার লঙ্ঘন করেছেন। তাই আতিকুল ইসলামের মেয়র পদে থাকার অধিকার নাই।
বাদী আব্দুর রহিম বলেন, গত ১২ই সেপ্টেম্বর মেয়র আতিককে লিগ্যাল নোটিশ দিলেও তিনি কোনো উত্তর দেননি। মেয়র আতিক এবং তার সহযোগীরা একে অপরের সহযোগিতায় বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোরপূর্বক দখল, মেয়রের হুকুম ও অপর আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়ায়, ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে আমার ও পরিবার সম্পর্কে আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status