বাংলারজমিন

অবশেষে সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া পর্যটকরা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২০২১-১০-২০

সেন্টমার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটক নিরাপদে টেকনাফ ফিরেছেন। বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিন তারা সেন্টমার্টিনে আটকা পড়েন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। সূত্র জানায়, গতকাল সকালে ১৪টি ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয় আটকে পড়া পর্যটকরা। তাদের মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার টেকনাফে এসে পৌঁছায়। বাকিরা পর্যায়ক্রমে আসতে থাকেন। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকে পড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশ’র বেশি পর্যটক। তারা যাতে ঠিকমতো টেকনাফ পৌঁছায় সে ব্যাপারে খোঁজ-খবর রাখছি।
সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, তিন শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তিনি বলেন, যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিনদিন আগে সেন্টমার্টিন দ্বীপে এসেছিলেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও কাঠের ট্রলারে করে এখানে আসেন। গতকাল সকালে ১৪টি ট্রলারে করে তাদের টেকনাফ পাঠানো হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status