খেলা

কোচ-ক্রিকেটার কোন্দল প্রভাব ফেলছে বিশ্বকাপে

স্পোর্টস রিপোর্টার, মাসকাট (ওমান) থেকে

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৮:৫৮ অপরাহ্ন

এই বছর নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে দলে অন্তঃকোন্দলের। জানা যায় ওয়ানডে তামিম ইকবালের সঙ্গে টি-টোয়েন্টি দলনেতা মাহমুদুল্লাহ রিয়াদের বেড়েছে দূরত্ব। ইনজুরির কারণ দেখিয়ে তামিম আর খেলেনি  কোনো টি-টোয়েন্টি ম্যাচ। ভিতরের পরিস্থিতি এতোটাই খারাপ যে, শোনা যাচ্ছিল বিশ্বকাপও খেলবে না। শেষ পর্যন্ত সত্যি হয় সেটিও। এমনকি টি-টোয়েন্টি অধিনায়কের আরেক সিনিয়র ক্রিকেটারের দূরত্বও এতোটা বেড়েছে যে, তারও খেলার কথা ছিল না। তবে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের পর অনেকটা আড়ালেই থাকে দলের অভ্যন্তরে বাড়তে থাকা অসন্তোষ। শুধু তাই নয়, জানা গেছে- প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গেও দু’জন সিনিয়র ক্রিকেটার ও দুই একজন বিসিবি’র পরিচালকের  সঙ্গে তৈরি হয়েছে শীতল সম্পর্ক। সবশেষ স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে দু’টি পরিবর্তনও জানে না ক্রিকেট অপারেশন্স বিভাগ প্রধান সহ বোর্ডের প্রভাবশালী কর্তারা। এই ম্যাচে হারের পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও মুখ খুলেছেন সেই কোন্দল নিয়ে। মাসকাটে দলের হারের পর দুই অধিনায়কের সমস্যা নিয়ে তিনি বলেন, ‘একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এ রকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে।’ বলার অপেক্ষা রাখে না কোচ-সিনিয়র ক্রিকেটার ও বিসিবি মুখোমুখি অবস্থান- আসলে বিশ্বকাপের উপর দারুণভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে বাংলাদেশ দলের বাকি দুই ম্যাচে জয়-পরাজয় ও বিশ্বকাপের পারফরম্যান্স নির্ধারণ করে দেয় প্রধান কোচের ভাগ্য। যদিও তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো প্রায় চূড়ান্ত।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন বক্তব্যে দলের অভ্যন্তরের কোন্দলের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। তবে যতটা জানা গেছে, এতোদিন বিশ্বকাপের জন্যই বিসিবি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বিসিবি বসের মুখ থেকেই বের হয়ে আসে সেই অজানা তথ্য। এমন কোন্দলের কারণে ভীষণ চটেছেন তিনি। নাজমুল হাসান পাপন স্পষ্ট করেই জানিয়ে দেন নিজেদের মধ্যে বিভেদ, মান-অভিমান আসলে দেশের ক্ষতি করছে। তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে এগুলো মনের মধ্যে রাখার তো কিছু  নেই খেললে খেলবে না খেললে নাই। সোজা বলে দেবে। কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলবো না এটা আমার কাছে গ্রহণযোগ্য না। কার সঙ্গে অভিমান- দেশের সঙ্গে?’ এছাড়াও জানা গেছে, আগামী এক বছরের জন্য বেতন বাড়িয়ে রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তি করছে বিসিবি। আর এখানে শর্ত রাখা হয়েছে এই এক বছরের মধ্যে ইচ্ছা হলেই কোচ চলে যেতে পারবেন না। আবার বিসিবিও তাকে হুট করে ছাঁটাই করতে পারবে না। তবে যদি শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে যায় সেই ক্ষেত্রে ডমিঙ্গোর ভাগ্য বদলে যেতেই পারে।
এরই মধ্যে জানা গেছে, বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে দু’জন সিনিয়র ক্রিকেটারের শীতল সম্পর্ক তৈরি হয়েছে। এর মধ্যে তামিম ইকবালের সঙ্গে তার দ্বন্দ্বের কথা অনেকটাই ওপেন-সিক্রেট। অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে হঠাৎ করেই সৌম্য সরকার ও তাসকিনকে খেলিয়ে দিয়ে বিসিবি’র তোপের মুখে কোচ। কারণ বিশ্বকাপের আগে টানা ম্যাচ খেলেছেন ওপেনিংয়ে নাঈম শেখ ও পেস বিভাগে শরীফুল ইসলাম। এতেই চটেছে বিসিবি’র এক শীর্ষ কর্তা। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়। বিশ্বকাপের আগে সিরিজে টানা খেলেছেন নাঈম, শরীফুল। কিন্তু  প্রথম ম্যাচে কোচ এইভাবে পরিবর্তন করবে- জানা ছিল না। জানানো হয়নি ক্রিকেট অপারেশন্স বিভাগকেও। এ নিয়ে সোমবার বিসিবি সভপতিও আলোচনায় বসেছিলেন কোচদের সঙ্গে। তিনি বলেন, ‘মিটিংয়ে আমার সঙ্গে আকরামও ছিল। তো আকরাম ঠিক এই প্রশ্নটাই করেছে। যে নাঈমকে সারা বছর ধরে আপনি খেলালেন ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করলেন তাহলে ওয়ার্ল্ড কাপে নাঈম নাই কেন? এ প্রশ্নটা করা হয়নি তা না, এই প্রশ্নটা আমার কাছেও ছিল। আসলে সমস্যাটা হচ্ছে কি নাঈম গেলে যে জিতে যেত এমন কোনো কথা না। আর এখানে কার সাথে কি সমস্যা? থাকতেই পারে, একটা প্লেয়ারের সঙ্গে একটা কোচের সমস্যা থাকতে পারে। একটা প্লেয়ারের সঙ্গে আরেকটা প্লেয়ারের সমস্যা থাকতে পারে। এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন দেশের জন্য খেলবে তখন সব ভুলে যেতে হবে। এখানে ইমোশনের জায়গা নেই। দেশের জন্য সব ভুলে যেতে হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status