বিনোদন

নিউ ইয়র্ক বাংলা বইমেলা উপস্থাপনায় পুনম প্রিয়াম

স্টাফ রিপোর্টার

২০ অক্টোবর ২০২১, বুধবার, ৮:৫৪ অপরাহ্ন

চ্যানেল আইয়ের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক পুনম প্রিয়াম। চ্যানেলটির শুরু থেকেই ‘রূপান্তর’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে প্রশংসিত হয়ে আসছেন তিনি। এর বাইরেও দেশ ও দেশের বাইরের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায়ও মাঝে মধ্যে দেখা যায় পুনমকে। এবার তিনি সঞ্চালনা করতে যাচ্ছেন পাঁচ দিনব্যাপী নিউ ইয়র্ক বাংলা বইমেলার। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৮শে অক্টোবর এই বইমেলার উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী, ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদা, লেখক ও সাংবাদিক হারুন হাবীব এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। জিউইস সেন্টার অফ জ্যাকসন হাইটস-এ বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে যাওয়া প্রসঙ্গে পুনম প্রিয়াম বলেন, আমি এর আগে ৬বার ইউকে বাংলা বইমেলা উপস্থাপনার দায়িত্ব পালন করেছি। নিউ ইয়র্কে এই প্রথমবার বাংলা বইমেলা উপস্থাপনা করবো। এত ভালো আয়োজনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাওয়ায় ভালো লাগা কাজ করছে। আশা করছি, ভালোভাবে অনুষ্ঠানটি শেষ করে দেশে ফিরতে পারবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status