খেলা

ওমানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন


নিজের শেষ ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। এতে ১৭ ওভার শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় ১০৭/৭-এ। চার ওভারের স্পেলে ২৮ রানে তিন উইকেট নেন সাকিব। পরে বাকিটা সারেন মোস্তাফিজুর রহমান। এতে ১২৭ রানে থামে ওমানের ইনিংস। ২৬ রানে জয় পায় বাংলাদেশ। চার ওভারের স্পেলে ৩৬ রানে চার উইকেট নেন মোস্তাফিজ। পেসার সাইফুদ্দিন চার ওভারে ১৬ রানে নেন এক উইকেট। ৪ ওভারের স্পেলে মাত্র ১৪ রানে এক উইকেট নেন অফস্পিনার মেহেদী হাসান। ম্যাচসেরা পুরস্কার জেতেন সাকিব।

১১ ওভারে ওমানের সংগ্রহ পৌঁছে ৮১/২-এ। ১১.২তম ওভারে অফস্পিনার মেহেদী হাসানের বলে বড় শট খেলতে যান ওমান অধিনায়ক জিশান মাকসুদ। অনেকটা দৌড়ে দুর্দান্তভাবে ক্যাচ নেন মোস্তাফিজ। পরে সাকিবের বলে দারুণ এক ক্যাচ নেন লিটন কুমার দাস। ৪০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার জিতেন্দর সিং। এতে ১৩ ওভার শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় ৯০/৪-এ।

নিজের প্রথম ওভারেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ৬ রানে ওমান ওপেনার আকিব ইলিয়াসকে সাজঘরে ফেরান এ বাঁহাতি পেসার। তবে অনিয়ন্ত্রিত বোলিংয়ে এই ওভারে পাঁচটি ওয়াইড  দেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পান তিনি। মোস্তাফিজের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন কাশ্যপ প্রজাপতি। ১৮ বলে ২১ রান করেন ওমানের ওয়ানডাউন ব্যাটার। ১০ ওভার শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় ৬৯/২-এ।
বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও দেরশ’র আশপাশেই থামলো বাংলাদেশ। ১৫৩ রানে অলআউট হলো মাহমুদুল্লাহর দল। সর্বোচ্চ ৬৪ রান আসে নাঈম শেখের ব্যাট থেকে। ৫০ বলের ইনিংসে চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তরুণ টাইগার ওপেনার। অধিনায়ক মাহমুদুল্লাহ করেন ১০ বলে ১৭ রান। 

একাদশে ফিরেই ফিফটি হাঁকালেন মোহাম্মদ নাঈম শেখ। ওমানের বিপক্ষে ম্যাচে ৪৩ বলে অর্ধশতক পূর্ণ করেন বাংলাদেশের এ বাঁহাতি ওপেনার। এতে তিনটি করে চার ছয় হাঁকান নাঈম। আগের ম্যাচে নাঈমের বদলে একাদশে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। রান পেয়েছেন সাকিব আল হাসানও। তবে ব্যক্তিগত ৪২ রানে রানআউটে কাটা পড়ে সাকিবের উইকেট। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১১২/৪।

৯ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নাঈম-সাকিবের তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামলেছে টাইগাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান (১০ ওভারে)। নাঈম ৩২ ও সাকিব আল হাসান অপরাজিত ২২ রানে।

শুরুতেই লিটন দাস ফেরায় তিনে ব্যাট করতে নামেন শেখ মেহেদি। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ‍দিকে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। আগের ম্যাচের ফর্ম টেনে আনতে পারেননি এই তরুণ অলরাউন্ডডার। ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ওমান পেসার ফায়াজ বাটের দারুণ ক্যাচে পরিণত হন মেহেদি (৪ বলে ০)। নিজের বলেই ক্যাচ নেন ফায়াজ।
জীবন পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি লিটন দাস।। এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন বাংলাদেশ ওপেনার (৭ বলে ৬ রান)। আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন লিটন (৭ বলে ৫ রান)।
স্কটল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় বাংলাদেশ দল। স্বাগতিক ওমানের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিব-মাহমুদুল্লাহদের। বাঁচা-মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন বাংলাদেশের। সৌম্য সরকারের পরিবর্তে খেলছেন নাঈম শেখ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মেহেদি, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status