খেলা

এটাই হতে পারে ফিঞ্চ-ওয়ার্নারের শেষ বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১:৫৯ অপরাহ্ন

ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চ- অস্ট্রেলিয়া ক্রিকেটে দুই ‘অটো চয়েসের’ নাম। তারা শুধু দলের ওপেনারই নন; বরং ব্যাটিং বিভাগের অন্যতম মূল ভরসাও। তবে দীর্ঘ দিন ধরে চেনা ছন্দে নেই ওয়ার্নার-ফিঞ্চের কেউই। আর যদি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগে বাদ পড়ে যায় অস্ট্রেলিয়া, তবে দলে এই দুই ক্রিকেটারের ভবিষ্যত শঙ্কায় পড়বে। এমনটাই মনে করেন সাবেক অজি ব্যাটার এড কাওয়ান।
ব্যাট হাতে ওয়ার্নারের ব্যর্থতার চিত্র দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আরব আমিরাত অংশে। অফ ফর্মের কারণে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারান তিনি। শুধু তাই নয়, একাদশেই ঠাঁই হয়নি অজি তারকার। মূল একাদশ থেকে বাদ পড়ার আগ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আট ইনিংস খেলে মাত্র ১৯৫ রান করেছেন ডেভিড ওয়ার্নার। আর অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপের লড়াইয়ে নামার আগেও অনুজ্জ্বল তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে ডাক মেরে হতাশ করেন ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার আরেক ওপেনার অ্যারন ফিঞ্চও অফ ফর্মের মোকাবিলা করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্রাম নিতে বাংলাদেশ সিরিজ খেলেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সর্বশেষ বিগ ব্যাশ লীগে করতে পারেননি সুবিধা। ১৩ ইনিংসে অজি অধিনায়কের রান ১৭৯, ১৩.৭৭ গড়ে। ছক্কা মারতে পেরেছেন মাত্র তিনটি।
কাওয়ান মনে করেন, ব্যাট হাতে ধুঁকতে থাকা দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়া দলে জায়গা ধরে রাখার শেষ সুযোগ এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডের এক পডকাস্টে কাওয়ান বলেন, ‘এই বিশ্বকাপ হবে ফিঞ্চের জন্য কঠিন পরীক্ষা। দল যদি গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে, তবে সে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারাবে। বাদও পড়তে পারে। ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রেও একই। এটি তারও শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে।’
কাওয়ান বলেন, ‘ওয়ার্নার-ফিঞ্চ অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে ছন্দে নেই। এটা অবশ্যই এড়িয়ে যাওয়া যাবে না যে প্রায় দুই বছর ধরে ফিঞ্চ টি-টোয়েন্টিতে ধুঁকছে। ফলে, এই বিশ্বকাপে তাদের ভালো করার কোনো বিকল্প নেই।’
কাওয়ানের মতে, শুধু ওয়ার্নার-ফিঞ্চই নন; এই বিশ্বকাপে দল সেমিতে না পৌঁছালে ঘরের মাঠে ২০২২ বিশ্বকাপের দলে জায়গা হবে না অনেকের।
কাওয়ান বলেন, ‘এক বছর আগেও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর দল ছিল। কিন্তু এখন তারা ৭ নম্বরে। তখনো কিন্তু দলে এরাই ছিল। ফলে, এই দলের জন্য এ বিশ্বকাপই হবে শেষ সুযোগ।’
চলমান টি- টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে কাওয়ান বলেন, ‘সর্বশেষ বিশ্বকাপটি ছিল প্রায় পাঁচ বছর আগে। এত দিন পর বিশ্বকাপ হচ্ছে, এখন বোঝা যাবে অস্ট্রেলিয়ার এই দল আসলেই কেমন। আমাকে যদি জিজ্ঞেস করা হয় দলটি বিশ্বকাপ জিততে পারবে কি না, আমি বলব, না, এই দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status