অনলাইন

সাম্প্রদায়িক হামলা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১:৩০ অপরাহ্ন

ফাইল ছবি

সাম্প্রদায়িক হামলা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ইসলাম কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। ধর্ম অবমাননায় কাউকে আইন হাতে তোলার অনুমতি দেয়না ইসলাম।  যারা এসব করছে তারা ফিতনা সৃষ্টি করছে। ইসলামে ফিতনা গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার প্রতিবাদ করতে পারে এবং সরকারের কাছে বিচার ও শাস্তি দাবি করতে পারে। ধর্মের কারণে সহিংসতার অনুমতি কোরআন দেয় না। তিনি আরো বলেন, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একই সঙ্গে আহ্বান জানানো হয়েছে, তারা যেন জনসচেতনতা তৈরি করেন এবং কোনো ধরণের তুচ্ছ ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখান। খুব শীগগিরই কুমিল্লার ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status