অনলাইন

কাউন্সিলম্যান প্রার্থী মুসার সংবাদ সম্মেলন

হ্যামট্রামিক সিটির নির্বাচন ২রা নভেম্বর 

হেলাল উদ্দীন রানা, যুক্তরাষ্ট্র থেকে

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১:১৮ অপরাহ্ন

মিশিগানের হ্যামট্রামিক সিটিতে কাউন্সিলম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী আবু আহমদ মুসা সিটির ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে বলেছেন, তাঁর শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তিনি হ্যামট্রামিক সিটির বাসিন্দাদের সুখে-দুঃখে পাশে থাকবেন। ১৭ই অক্টোবর হ্যামট্রামিক সিটির কাবাব হাউসে তাঁর ক্যাম্পেইন থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে মুসা এ প্রত্যয় ব্যক্ত করেন। হ্যামট্রামিক সিটির বিগত দুইবারের কাউন্সিলম্যান মুসা বলেন, আমার আর পাওয়ার কিছু নেই। এবার হ্যামট্রামিকবাসীকে দেয়ার পালা। ডেট্রয়েট-হ্যামট্রামিক বাংলাদেশি ভোটার অরগেনাইজেশন ও তাঁর ক্যাম্পেইনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, সিটিতে নানাবিধ সমস্যা রয়েছে। এবার তিনি নির্বাচিত হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এসকল সমস্যা নিরসনে সচেষ্ট হবেন। তিনি সকলকে বিশেষ করে বাংলাদেশি ভোটারদের নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহবান জানিয়ে বলেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, আপনার অধিকার প্রতিষ্ঠা করুন। মুসা বলেন, আমি বরাবরই আমার স্বদেশীসহ হ্যামট্রামিকবাসীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। তিনি নিরাপদ ও একটি সুন্দর, পরিচ্ছন্ন হ্যামট্রামিক বির্নিমানে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মনে রাখবেন এক্ষেত্রে আপনার ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া বিকল্প নেই। মুসা অতীতের তাঁর যে কোন ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি আপনাদের সন্তান,আপনাদের ভাই। আপনারা আমাকে অতীতে দুইবার সিটিতে নির্বাচিত করে পাঠিয়েছেন। এবারও আমি আপনাদের ভোট চাই। আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করি।
আবু আহমদ মুসার ক্যাম্পেইন ম্যানেজার কাবাব হাউসের স্বত্বাধিকারী শাকের উদ্দিন সাদেক মুসাকে নির্বাচিত করার জন্য বাংলাদেশি-আমেরিকান সহ হ্যামট্রামিক সিটির ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানান।সাদেক বলেন আবু মুসা আপনাদের প্রার্থী, তিনি পরীক্ষিত। তিনি সবসময়ই আপনাদের পাশে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন ইনশাল্লাহ।
সম্মেলনে ডেট্রয়েট-হ্যামট্রামিক ভোটার অরগেনাইজেশনের নেতৃবৃন্দের মধ্যে জিলাল উদ্দিন, মাহতাবুর রহমান, শামসুল ইসলাম, আব্দুল মতিন, আসলাম উদ্দিন, আব্দুস সবুর লাল মিয়া উপস্হিত ছিলেন।
শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন কাউন্সিলম্যান প্রার্থী আবু আহমদ মুসা ও তাঁর ক্যাম্পেইন ম্যানেজার শাকের উদ্দিন সাদেক। আগামী ২ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার মুসা ও অপর আরেক বাংলাদেশি প্রার্থী মুহিত মাহমুদ সহ ৬ জন প্রার্থী সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকিরা আরব ও পোলিশ বংশোদ্ভূত। মিশিগান রাজ্যের বৃহত্তম প্রাচীন শহর ডেট্রয়েট পরিবেষ্টিত ছোট্ট শহর হ্যামট্রামিকের ভোটার সংখ্যা প্রায় পনের হাজার।এরমধ্যে প্রায় তিন হাজার বাংলাদেশি-আমেরিকান ভোটার রয়েছেন। বাংলাদেশি ভোটের মধ্যে কাস্টিং হার প্রায় এক তৃতীয়াশং। মোট ভোটের মধ্যে গলো প্রাইমারী ইলেকশনে রেকর্ড প্রায় ৫০ শতাংশই কাস্ট হয়।
এবারের নির্বাচনে প্রাইমারিতে সিটির মেয়র পদে লড়ে ছিলেন কামাল রহমান ও আরেক কাউন্সিলম্যান পদপ্রার্থী আসাদ আরমানী। কিন্তু প্রাইমারীতে তাঁরা উত্তীর্ণ হতে পারেননি।
এখন মেয়র পদে শেষ লড়াই হবে সিটির দীর্ঘদিনের মেয়র পোলিশ বংশোদ্ভূত ক্যারন মায়াস্কি ও আরব-আমেরিকান আমির গালিবের মধ্যে। এবার ইয়েমেনী বংশোদ্ভূত গালিবের জয়ের সম্ভাবনা প্রবল বলে জানা গেছে। এই হ্যামট্রামিক সিটি থেকেই উত্তর আমেরিকায় বাংলাদেশিদের মূল ধারার রাজনীতে সংযুক্তির সূচনা হয় ১৯৯৯ সালে। সাহাব আহমদ সুমিন এখানে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। বর্তমানে সিটি কাউন্সিলে বাংলাদেশি দুইজন কাউন্সিলম্যান রয়েছেন। তাঁরা হচ্ছেন কামরুল হাসান ও নাঈম চৌধুরী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status