খেলা

দলের খুব বেশি প্রস্তুতির প্রয়োজন নেই: রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১২:১৬ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ত্রয়োদশ আসরের অর্ধেক হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। একই ভেন্যুতে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ^কাপ। বিশ^কাপের ঠিক আগে দীর্ঘ দুই মাস মরুর শহরে আইপিএল খেলে বেশ ভালোই প্রস্তুতি সেরেছে ভারতীয় ক্রিকেটাররা। তাই মূল পর্বের লড়াইয়ে নামার আগে বিরাট কোহলীদের খুব বেশি প্রস্তুতির দরকার নেই বলে জানালেন কোচ রবি শাস্ত্রী।
আইপিএল খেলায় যে বিরাট বাহিনীর বেশ ফায়দা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ভারত। ৭ উইকেটে হারিয়েছে ইংলিশদের। বুধবার আরেক অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে ভারত।
আরব আমিরাতের পরিচিত পরিবেশে খেলোয়াড়দের নিয়ে বেশ আত্মবিশ^াসী রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘শেষ দুই মাস আইপিএলের বিভিন্ন দলে খেলেছে ছেলেরা। আমার মনে হয় না তাদের খুব বেশি প্রস্তুতি প্রয়োজন। ওদের কাছে এখন সবেচেয় বড় পরীক্ষা হচ্ছে একটা দল হয়ে ওঠা।’
আগামী ২৩শে অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ^কাপের মূল পর্বের লড়াই। একদিন পরই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বাবর আজমদের বিপক্ষে বিশ^কাপে অজেয় যাত্রা ধরে রাখতে কী ছক কষছেন রবি শাস্ত্রী? আরব আমিরাতের কন্ডিশনে বাড়তি স্পিনার নেবেন নাকি পেসার? ভারতীয় কোচ জানালেন, শিশিরের ওপর নির্ভর করছে সবকিছু।
প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুই স্পিনার এবং তিন পেসারকে বল করিয়েছেন ভারত অধিনায়ক কোহলি। পাকিস্তানের বিপক্ষেও কি এই দল খেলবে? রবি শাস্ত্রী বলেন, ‘কতটা শিশির পড়েছে সেই দিকে নজর রাখতে হবে। তার ওপর নির্ভর করে ঠিক করা হবে, টস জিতলে আগে ব্যাট নেবো নাকি ফিল্ডিং এবং দলে বাড়তি স্পিনার নেবো নাকি পেসার।’ গ্রুপ পর্বে ভারতের ম্যাচগুলো শুরু হবে রাত ৮টায়। কোহলিদের ম্যাচে বড় নির্ণায়ক হতে পারে শিশির।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status