বিনোদন

আলাপন

একসঙ্গে কাজ করতে গিয়ে অবাকই হয়েছি -আলী রাজ

মাজহারুল তামিম

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৯:৩০ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার গুণী অভিনেতা আলী রাজ। করোনার বাধা পেরিয়ে আবারও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে এস এ হক অলিকের পরিচালনায় সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় কাজ করছেন তিনি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এ সিনেমায়ি একজন জমিদার তিনি, যে কিনা ছবির নায়িকা পূজা চেরির নানা। মজার ব্যপার হলো বাস্তব জীবনেও চলতি বছর নানা হয়েছেন এ অভিনেতা। ‘গলুই’ সিনেমায় কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে? আলী রাজ বলেন, ছবির গল্পটা এক কথায় অসাধারণ। এমন গল্প, চরিত্রে এবারই প্রথম কাজ করছি। অন্যরকম এক অভিজ্ঞতা হচ্ছে। পরিচালক এস এ হক অলিকের কাজে সত্যি মুগ্ধ হচ্ছি। একজন নির্মাতা হিসেবে যেভাবে সে কাজ করছে তাতে প্রশংসা না করে উপায় নেই। এক চুলও ছাড় দিচ্ছে না। আর আমরা শিল্পীরাও সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। সবাই পরিশ্রম করছে। জামালপুরে আমরা শিল্পীরা যেখানে থাকি, সেখান থেকে শুটিং লোকেশনে যেতেই লাগে দুই ঘণ্টা। এত জার্নির পরও কেউ ধৈয্যহারা হচ্ছে না। কাজ করছে আনন্দ নিয়ে। পূজা চেরির নানা হয়ে এ সিনেমায় অভিনয় করছেন। কেমন কাজ করছেন পূজা? আলী রাজ বলেন, পূজাকে অনেক ভালো লেগেছে। ওর ভবিষ্যত উজ্জ্বল। কারণ ইতোমধ্যেই ও অনেক পরিণত শিল্পী হয়ে গেছে। নিজেকে প্রমাণ করেছে। 'গলুই'তে একসঙ্গে কাজ করতে গিয়ে অবাকই হয়েছি রীতিমতো। এতো সুন্দর এক্সপ্রেশন দেয় পূজা! সত্যি ওর অভিনয় দেখে অভিভূত হয়েছি। এই সিনেমার পর আপনার পরবর্তী কাজ কোনটা? জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেতা বলেন, 'জামদানী' নামে নতুন একটা সিনেমা সাইন করলাম। এটিও সরকারি অনুদানের সিনেমা। মোস্তফা মননের কাহিনি, আজাদ আবুল কালামের কাহিনিবিন্যাস, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। ২৮ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। আমার সিডিউলও নিয়েছে ইতোমধ্যে। বেশ কয়েকটি সিনেমার শুটিংয়ে আবারও ব্যস্ত হয়ে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। কী মনে হচ্ছে সবমিলিয়ে? উত্তরে আলী রাজ বলেন, আমরা সিনেমার মানুষেরা সবসময় আশাবাদী। করোনার পর আবারও বেশ কয়েকটি সিনেমার কাজ চলছে। শিল্পীরা ব্যস্ত সময় পার করছে। ভালো কিছুই আশা করছি। তবে যে ক্ষতি হয়েছে করোনায় সেটা পূরণ হবার নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status