প্রথম পাতা

বাংলাদেশের ঘটনার পর তিনগুণ বেশি ভোটে জিতবো: শুভেন্দু

মানবজমিন ডেস্ক

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৯:৩৫ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের আলোচিত রাজনীতিক শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ঘটনার পর তিনগুণ বেশি ভোটে তিনি শান্তিপুরের আসনে বিজয়ী হবেন। আগামী ৩০শে অক্টোবর শান্তিপুর বিধানসভা আসনে উপনির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালীতে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা থেকে ফায়দা লোটার চেষ্টা হচ্ছে রাজনীতিতে। এরই আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের শাসক থেকে বিরোধী, সমস্ত দলের পক্ষ থেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একে অপরকে কটাক্ষ করার পালাও চলছে। এর মধ্যেই আসন্ন উপনির্বাচনের ময়দানেও ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের এই ঘটনা। রোববার শান্তিপুরে নির্বাচনী প্রচারে গিয়ে বাংলাদেশের ঘটনাকে হাতিয়ার করেছেন শুভেন্দু অধিকারী। এ খবর দিয়ে অনলাইন এই সময় লিখেছে, রাজ্যের বিরোধী দলনেতার কথা: ‘বাংলাদেশের ঘটনার পর আরও তিনগুণ বেশি ভোটে এই আসনে জিতবে বিজেপি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।’
উল্লেখ্য, আগামী ৩০শে অক্টোবর শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভায় ইতিমধ্যে চতুর্মুখী লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। গত বিধানসভা নির্বাচনে শান্তিপুর বিধানসভায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রায় ১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়ার পরই শান্তিপুর বিধানসভায় আবারো উপনির্বাচন হতে চলেছে। দ্বিতীয়বারের লড়াইয়ে জায়গা ছাড়তে নারাজ বিজেপি। রোববার দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং শান্তিপুরের একটি বেসরকারি লজে কর্মিসভায় যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশের হামলার প্রসঙ্গ টেনে আনেন। শুভেন্দু বলেন, ‘ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে মানুষজন এখানে এসেছে। ওপার বাংলায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় যা হয়েছে, তার উত্তর শান্তিপুরের মানুষ দেবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status