বিনোদন

নভেম্বরে মিথিলার ‘রোহিঙ্গা’

স্টাফ রিপোর্টার

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ৮:৪৫ অপরাহ্ন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ তানজিয়া জামান মিথিলা অভিনীত প্রথম বলিউডের সিনেমা ‘রোহিঙ্গা’ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে নভেম্বরে। বলিউড পরিচালক হায়দার খানের পরিচালনায় এ সিনেমায় হুসনে আরা নামে এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তিনি জানান, ১৫ই নভেম্বর অ্যাপল টিভিতে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে গত ২৩শে আগস্ট সিনেমাটি ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। মিথিলা বলেন, অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আগামী ১৫ই নভেম্বর আমার প্রথম বলিউডের সিনেমা ‘রোহিঙ্গা’ বিশ্বব্যাপী মুক্তি পাবে। সত্যি আমি ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত। এখন দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখতে চাই। পরিচালক হিসেবে ‘রোহিঙ্গা’ হায়দার খানের প্রথম সিনেমা। এর আগে বলিউডের বেশ কয়েকটি সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। সালমান খানের ছবি ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক। ‘রোহিঙ্গা’ ছাড়াও বাংলাদেশের আরও দু’টি সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সিনেমাগুলোর ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ হিসেবে বিজয়ী হওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞায় ভিসা জটিলতাসহ বেশকিছু কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার আগে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে মডেল তানজিয়া জামান মিথিলার নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। এর চরিত্র ও গল্প প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রোহিঙ্গা বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status