অনলাইন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১৪ আসনে দোয়া

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০২১, সোমবার, ৭:২৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজধানীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক (সাজু)’র উদ্যোগে মিরপুর শাহী মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার। আরোও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ ইউসুফ, দারুস সালাম থানা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান মৃধা, ৯ নং ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির সাধারন সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, দারুস সালাম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, প্রচার সম্পাদক মোঃ মোস্তফা কামাল বেপারী, দারুস সালাম থানা যুবদলের সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মমিন, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল মাহমুদ রিপন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইকবাল হোসেন স্বপন, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বিএনপি নেতা মোঃ বশির আহমেদ, ১০নং ওয়ার্ড বিএনপি নেতা মিরপুর থানা কৃষক দলের সভাপতি এস,এম, মিরাজ হোসেন ইমন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রহমানসহ ঢাকা-১৪ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় এস এ সিদ্দিক সাজু বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুততম সময়ের মধ্যে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া উপস্থিত মুসল্লী ও নেতাকর্মীদের কাছে বর্তমানে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ এবং তার পিতা সাবেক সাংসদ আলহাজ্ব এস,এ, খালেকের পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এস এ সিদ্দিক সাজু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status