বিশ্বজমিন

আসিয়ানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের বিরোধীরা

মানবজমিন ডেস্ক

১৮ অক্টোবর ২০২১, সোমবার, ১:৩৯ অপরাহ্ন

আসিয়ানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের বিরোধী দলগুলোর ছায়া সরকার। ২৬ থেকে ২৮ শে অক্টোবর আসিয়ানের বার্ষিক সম্মেলন হওয়ার কথা। তাতে মিয়ানমারের সামরিক জান্তাকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধীরা তাদের প্রতিনিধিকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। গত ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক নেত্রী অং সান সুচিকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। তারপরই বিরোধী দলগুলো গঠন করেছে ছায়া সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। তারা সামরিক জান্তার বিরুদ্ধে প্রচারণা ও যুদ্ধে লিপ্ত। এনইউজি সোমবার জানিয়েছে, আসন্ন সম্মেলনে যদি মিয়ানমারের সত্যিকার নিরপেক্ষ কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয় তাহলে তারা তা মেনে নেবে। উল্লেখ্য, আসিয়ান সম্মেলনে মিয়ানমার থেকে কোনো অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একে সামরিক জান্তার জন্য সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এনইউজি বলেছে, মিন অং হ্লাইংকে আসিয়ান সম্মেলন থেকে বাদ দেয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এনইউজির মুখপাত্র ড. সাসা বলেছেন, আমরা অনুরোধ করবো আমাদেরকে যথার্থ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়া হবে। আসিয়ানের বর্তমান চেয়ার ব্রুনাই। তারা এক বিবৃতিতে বলছে, মিয়ানমারে শান্তি স্থাপনে এপ্রিলে আসিয়ানের সঙ্গে একমত হয়েছিল সামরিক জান্তা। কিন্তু রোডম্যাপ ধরে তাদের সামনে এগুনোতে ঘাটতি আছে। অন্যদিকে সামরিক জান্তা সরকারের এক মুখপাত্র আসিয়ানের ওই সিদ্ধান্তকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এটা আসিয়ান, আসিয়ান সনদ ও এর নীতিবিরোধী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status