দেশ বিদেশ
ফেনীতে দু’পক্ষের সংঘর্ষ গুলি, ওসিসহ আহত ২০
ফেনী প্রতিনিধি
২০২১-১০-১৭
ফেনী বড় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দেড়শতাধিক গুলি নিক্ষেপ করেছে। এ ঘটনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিনসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরা পারসন রিয়াদ মোল্লাও এই সময় গুরুতর আহত হয়েছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এক পক্ষ বড় মসজিদ ও কালীবাড়ি এলাকায় ইটপাথর নিক্ষেপ করছিল দুর্বৃত্তরা। ভেতরের বাজার থেকেও দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করছিল। বিকাল থেকে শহরের ট্রাঙ্ক রোডের এই অংশে যানচলাচল ও দোকানপাট বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র?্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।