বাংলারজমিন

কুলিয়ারচরে ছয়সূতী ইউপি নির্বাচনে নৌকা পেতে ১৫ চেয়ারম্যান প্রার্থীর দৌড়ঝাঁপ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২১, রবিবার, ৮:৫৮ অপরাহ্ন

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ও বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। উপজেলার ৬টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী নৌকা পেতে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন।
অনেকে দৌড়ঝাঁপের পাশাপাশি শোডাউন, ব্যানার ও ফেস্টুনে নিজের শক্তি ও জনমত জানান দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ কারার জন্য প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এরমধ্যে শুধুমাত্র উপজেলার ছয়সূতী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে বিভিন্নভাবে চেষ্টা তদবির করে যাচ্ছেন ১৫ জন চেয়ারম্যান প্রার্থী।
ইতিমধ্যে গত ১৪ই অক্টোবর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসির অনুযায়ী আগামী ২৮শে নভেম্বর কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে রামদী ইউনিয়ন ছাড়া অবশিষ্ট ৫টি ইউনিয়ন গোবরিয়া আব্দুল্লাপুর, সালুয়া, উছমানপুর, ফরিদপুর ও ছয়সূতী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অংশগ্রহণকারীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২রা নভেম্বর। মনোনয়নপত্র যাচায়-বাছাই ৪ঠা নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ই নভেম্বর। এ বছর ছয়সূতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছেন ১৫ জন আওয়ামী লীগ নেতা। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাও রয়েছেন। ছয়সূতী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মীর মিছবাহুল ইসলাম, থানা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মো. আনিসুজ্জামান জসীম, অন্যান্যের মধ্যে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক, নির্বাচনের সময় সহানীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মামুনুর রশিদ, সাবেক টি এন টি শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ৪ বারের সভাপতি ও বিটিসিএল’র অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এ এইচ এম নজরুল ইসলাম আলম, কুলিয়ারচর ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইকবাল হোসেন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান, কুলিয়ারচর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ছোটন, সিয়াম এ্যালুমেনিয়ম ইন্ডাস্ট্রিজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান বিথি এন্টারপ্রাইজ’র মালিক দাঁড়িয়াকান্দি-কান্দিগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. বদিউল আলম নাঈম, ২০০১-০২ সালের ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ও ছয়সূতী সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. আরফানুর রহমান, ২০০৪ সালের থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আমদানি-রপ্তানি কারক প্রতিষ্ঠান  কিশোরগঞ্জ ইন্টারন্যাশনাল লি. ও ভিটেস প্লাস প্রা. লি. এর পরিচালক মো. উজ্জল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ব্যবসায়ী মো. আমরুল হাসান, ঢাকা জজ কোর্টের এ পি পি বিশিষ্ট হোমিও চিকিৎসক এডভোকেট মো. মুর্শিদ উদ্দিন খান। তরুণ প্রজন্মের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বিজয় কুমার গুহ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহাম্মদ শহিদুল ইসলাম খোকন।
জনশ্রুতি রয়েছে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে পারেন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন লিটন। প্রার্থীরদের লক্ষ্য একটাই নৌকা। নৌকা না পেলে নির্বাচনে আগ্রহ থাকবে না অনেক প্রার্থীরই। কোনো একক দল থেকে এত বেশি আগ্রহী প্রার্থী এর আগে কখনো দেখা যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status