বাংলারজমিন

আমতলীতে প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২১, রবিবার, ৮:৫৮ অপরাহ্ন

বরগুনার আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল। জানা গেছে, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ঠা অক্টোবর থেকে ২৫শে অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ সময়ে সরকার জেলেদের জন্য বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়। গতকাল বেলা ১১টায় উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা উপজেলার চাওড়া ইউনিয়নের ৬০২ জন নিবন্ধিত জেলের মাঝে ২০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র রায়, ইউপি সদস্য হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।  চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল বলেন, ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচির চাল অত্র ইউনিয়নের নিবন্ধিত ৬০২ জন জেলের মাঝে বিতরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status