বাংলারজমিন

নবীগঞ্জে স্বপদে ফিরলেন আওয়ামী লীগ সভাপতি

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১৭ অক্টোবর ২০২১, রবিবার, ৭:৫৭ অপরাহ্ন

নবীগঞ্জে বহুল বিতর্ক ও আলোচনার শীর্ষে থাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে স্বপদে বহাল করা হয়েছে। গত বছর ইমদাদুর রহমান মুকুলকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে সভাপতি পদবি থেকে অব্যাহতি দেয়া হয়। সভাপতি (ভারপ্রাপ্ত) সভাপতি মনোনীত হন মো. গিয়াস উদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় ইমদাদুর রহমান মুকুলকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় স্বপদে বহাল করা হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্দেশনায় উপজেলা কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন মো. গিয়াস উদ্দিন (ভারপ্রাপ্ত সভাপতি)। সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল প্রমুখ। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্বপদে ফিরেই সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ড শুরু করেছেন ইমদাদুর রহমান মুকুল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী মনোনয়নের অংশ হিসেবে গতকাল দুটি ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইমদাদুর রহমান মুকুল। আয়োজিত সভায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status