বাংলারজমিন

রাঙ্গামাটিতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

রাঙ্গামাটি প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২১, রবিবার, ৭:৫৩ অপরাহ্ন

রাঙ্গামাটি শহরস্থ পৌরসভাধীন কাপ্তাই হ্রদের উপকণ্ঠে অবস্থিত রেকর্ডীয় জমি জনৈক ভূমিদস্যু কর্তৃক অবৈধভাবে দখল হওয়া ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। শহরের বনরূপাস্থ একটি রেস্টুরেন্টে গতকাল দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিগার সুলতানা জানান, আমি রাঙ্গামাটির মেয়ে। আমার প্রয়াত বাবা মো. মনোয়ার চাকরি ও ঠিকাদারি ব্যবসা সূত্রে অত্র অঞ্চলেই বসবাস করতেন। সংসারজীবন পরবর্তী আমার স্বামীর ব্যবসাসহ আমার দুই সন্তানকে মানুষ করার লক্ষ্যে আমরা বর্তমানে ঢাকায় বসবাস করছি। এই সুযোগকে কাজে লাগিয়ে রাঙ্গামাটি শহরের দেওয়ানপাড়ায় আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত দুই একর রেকর্ডীয় জমি তবলছড়ির স্বর্ণটিলার বাসিন্দা ভূমিদস্যু ভুয়া এডভোকেট জাহিদুল ইসলাম জাহিদ, সালাউদ্দিন গং অবৈধভাবে সন্ত্রাসীদল নিয়ে গিয়ে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করার চেষ্টা চালায়।
আমরা খবর পেয়ে সেখানে গেলে জাহিদ তার দলবল নিয়ে আমাদের জায়গা থেকে চলে যেতে বলে অকথ্য গালমন্দ করে এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দেয়। এমতাবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দম্পতি জানায়, ইতিমধ্যেই আমরা বিষয়টি রাঙ্গামাটির জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জসহ গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং তাদের পরামর্শ অনুসারে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করেছি। সেই আলোকে অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশ অনুসারে ওই ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ১৪৪/১৪৫ ধারা জারি করে নির্মাণকাজ বন্ধ রাখে। এ সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সঙ্গেও দুর্ব্যবহার করে ভূমিদস্যু জাহিদ। এই ঘটনায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাহিদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন মাধ্যমে একের পর হুমকি দিয়ে যাচ্ছে যাতে জায়গা আমরা ছেড়ে পালিয়ে যাই। বর্তমানে বিষয়টি নিয়ে অত্যন্ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন এমন মন্তব্য করে ভুক্তভোগী পরিবার তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানিয়েছেন, আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে কেউ রেহাই পাবে না। ওসি জানান, কেউ পুলিশের সঙ্গে সখ্যের দাবি করে কেউ যদি কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চালাতে চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status