বাংলারজমিন
নড়াইলের মাইজপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যানের নির্বাচন না করার ঘোষণা
নড়াইল প্রতিনিধি
২০২১-১০-১৭
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা এডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল ইউপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকালে মাইজপাড়া বাজারে প্রকাশ্যে জনাকীর্ণ সমাবেশে বক্তব্য দানকালে তিনি নির্বাচনে অংশ নিবেন না বলে ঘোষণা দেন।
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমি বিএনপি’র রাজনীতি করি। আমার দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি না। অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। মাইজপাড়ায় আমার জন্ম- এ মাটির সঙ্গে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক। আপনাদের সঙ্গে আমার এ বন্ধন আজীবন অটুট থাকবে। ইনশাআল্লাহ।’’
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমি বিএনপি’র রাজনীতি করি। আমার দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি না। অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। মাইজপাড়ায় আমার জন্ম- এ মাটির সঙ্গে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক। আপনাদের সঙ্গে আমার এ বন্ধন আজীবন অটুট থাকবে। ইনশাআল্লাহ।’’