বিনোদন

শাকিব খানের দেখা পেলেন সেই গৃহবধূ

স্টাফ রিপোর্টার

১৬ অক্টোবর ২০২১, শনিবার, ১১:২৬ পূর্বাহ্ন

প্রিয় তারকাকে এক নজর দেখার বাসনা কার না থাকে। কারও কারও সেই বাসনা খুব তীব্রই থাকে৷ তবে এবার এক অবাক করার মতো ঘটনা ঘটেছে জামালপুরের মাদারগঞ্জে। যেখানে ঢালিউডের সুপারস্টার শাকিব খান বর্তমানে সরকারি অনুদানের 'গলুই' সিনেমার শুটিং করছেন। শুটিং শুরুর দিন থেকেই এখন অবধি প্রতিদিন হাজার হাজার ভক্তের ঢল নামে শাকিবকে দেখার জন্য। কিন্তু উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের এক গৃহবধূ (ইয়াসিনের স্ত্রী) শাকিব খানের শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সম্প্রতি। এমন খবর নজরে আসে স্বয়ং শাকিব খানের। এমনকি ভক্তের ইচ্ছেপূরণের জন্য 'গলুই' টিমকে অনুরোধ করেন শুটিং সেটে আমন্ত্রণ জানানোর জন্য। ইতোমধ্যে শুক্রবার সেই গৃহবধূ দেখা পেয়েছেন শাকিব খানের। পুরো পরিবার এসেছিলেন কিং খানের শুটিং দেখতে। এ সময় শাকিব খানসহ পুরো শুটিং ইউনিট বেশ কিছু সময় কাটান সেই পরিবারের সঙ্গে। শাকিব খান ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। শাকিব খান বলেন, ঘটনাটি শুনে আমার খুব খারাপ লেগেছিল। সে কারণে তার সঙ্গে দেখা করানোর জন্য টিমকে বলেছিলাম। পুরো পরিবারসহ এসেছিল ওই নারী। কিছু সময় পার করেছি উনার পরিবারের সঙ্গে। ভালো লেগেছে। ভক্তদের সতর্কবার্তা দিয়ে শাকিব খান আরও বলেন, যা হয়েছে হয়েছে। সামনে যেন এমন আর কোন ঘটনা না ঘটে। সবার আগে জীবন, এমন পাগলামি যেন আর কোন ভক্ত না করে সেই অনুরোধ রইল আমার। ভক্তরা সারাজীবন ভালোবাসবে। আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। উল্লেখ্য, এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status